শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬

বার্সেলোনায় সম্মিলিত বাংলাদেশি কমিউনিটির একুশে মেলার প্রস্তুতি চলছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক
বার্সেলোনায় সম্মিলিত বাংলাদেশি কমিউনিটির একুশে মেলার প্রস্তুতি চলছে

সম্মিলিত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে স্পেনের বার্সেলোনায় আগামী ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একুশে মেলা, ২০২৫। মেলা প্রস্তুতি কমিটি একুশে মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করে যাচ্ছেন। ভাষা শহীদদের মহান আত্মত্যাগের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বার্সেলোনা শহরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা রামলা দেল রাভালে এই মেলা অনুষ্ঠিত হবে। সম্মিলিত বাংলাদেশি কমিউনিটি ইতোমধ্যে বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গকে নিয়ে প্রস্তুতি সভা করেছে।

৯ ফেব্রুয়ারি (রোববার) বাংলাদেশি কমিউনিটির সমন্বয়ক লোকমান হোসেনের সভাপতিত্বে ও স্পেন-বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি'র সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্সেলোনা ও সান্তাকলমা বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ৩০টি বাংলাদেশি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্যে অস্থায়ী শহীদ মিনার প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে।

গান, নৃত্য, মঞ্চ নাটকসহ দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির মহড়া চলছে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসি। এছাড়া কাতালোনিয়ার প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ মেলায় উপস্থিত থাকবেন।

সম্মিলিত বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ইতোমধ্যে মেলার অনুষ্ঠানসূচি ঘোষণা করা হয়েছে। বিকেল ৪টায় মেলার কার্যক্রম শুরু করে রাত ১০টা পর্যন্ত চলবে।

বর্ণমালা র‌্যালি দিয়ে আনুষ্ঠানিকতার শুরু হয়ে ক্রমান্বয়ে থাকবে ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংক্ষিপ্ত বক্তব্য ও একুশ নিয়ে আলোচনা, মঞ্চ নাটক, ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া মেলার মাঠে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের বিভিন্ন স্টল থাকবে।

মেলার আয়োজক সম্মিলিত বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে সকল বাংলাদেশিকে মেলায় উপস্থিত থাকার জন্যে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদের একুশের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে মহান একুশকে উপলব্ধি করার সুযোগ করে দেয়ার জন্যে সকল অভিভাবকের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়