রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২

মাদক কারবারির দুঃসাহস!

অনলাইন ডেস্ক
মাদক কারবারির দুঃসাহস!

ফরিদগঞ্জে চিহ্নিত এক মাদক কারবারিকে বাধা দেয়ায় অস্ত্র দিয়ে ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রকাশ্যে এমন ঘটনায় এলাকাজুুড়ে আতঙ্ক বিরাজ করছে। উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব সন্তোষপুর গ্রামে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হুমকির শিকার ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও স্থানীয় লোকজন জানায়, ওই গ্রামের মিজি বাড়ির মো. সাকিল (২৭) মাদক কারবারের সাথে জড়িয়ে পড়ে। এতে কিশোর ও যুব সমাজ নষ্ট হচ্ছে এমন আশঙ্কায় মাদকের স্পট চিহ্নিত করে তাকে ধাওয়া দেয় স্থানীয় লোকজন। পরে অভিযুক্তরা ওই গ্রামের আলী আকবরের পোল্ট্রি খামারের পাশে গিয়ে মাদক কারবার শুরু করে। বিষয়টি টের পেয়ে সাকিলকে মাদক কারবারে বাধা দেন আলী আকবর। এতে ক্ষিপ্ত হয়ে সাকিল ধারালো অস্ত্র নিয়ে আকবরকে ধাওয়া করে। স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে পালিয়ে এসে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আকবর।

স্থানীয় বাসিন্দা মাহবুব, আবুল কালাম ও নাম প্রকাশ না করার শর্তে আরো অনেকেই জানান, সাকিলকে ইতঃপূর্বেও মাদক কারবার থেকে ফিরে আসতে বলা হয়েছে। আমরা এর আগেও তার মাদক কারবারের বিষয়টি পুলিশকে জানিয়েছি। ভুক্তভোগী আলী আকবর বলেন, সাকিল আমার প্রতিবেশী, সে আমার খামারের পাশে এসে বিভিন্ন সময় অবস্থান নেয় এবং তার কাছে বিভিন্ন বয়সের মানুষ আসে মাদক আদান প্রদান করতে। আমি তাকে বাধা দিয়েছি মাদক কারবার না করতে। কিন্তু এটা যে আমার জীবনের জন্যে হুমকি হবে আমি সেটা বুঝতে পারিনি। আমি আমার জীবনের নিরাপত্তার স্বার্থে লিখিত অভিযোগ করেছি। এদিকে অভিযুক্ত সাকিলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার বাবা-মার সাথে কথা বললে তাদের ছেলে মাদকের সাথে জড়িত থাকার বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন। তারা বলেন, আলী আকবরের সাথে আমার ছেলের টাকা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে, তাই এমন ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, বিষয়টি দুঃখজনক। সমাজে মাদকের বিস্তার ঘটেছে। প্রশাসন যদি মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আমি সহযোগিতা করবো। ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুর কণ্ঠে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) মাদক কারবারি সাকিলের দেশীয় অস্ত্র হাতে পোল্ট্রি খামার ব্যবসায়ী আলী আকবরকে ধাওয়া দেয়ার যে ছবি ছাপা হয়েছে, তাতে তার দৌরাত্ম্য ও দুঃসাহসের প্রকট চিত্রই ফুটে উঠেছে। অপারেশন ডেভিল হান্ট চলাকালে এমন একজন কুখ্যাত মাদক কারবারি সাকিল যৌথ বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থাকবে-সেটা সচেতন ব্যক্তিমাত্রই মেনে নিতে কষ্ট হচ্ছে। আমরা পুলিশকে আলী আকবরের নিরাপত্তার বিষয়ে তার পাশে দাঁড়াতে আন্তরিক হবার জোর অনুরোধ জানাচ্ছি। যদি একজন মাদক কারবারি সাকিলের দৌরাত্ম্যের কাছে আলী আকবরের মতো প্রতিবাদকারীরা জিম্মি হয়ে যায় কিংবা আতঙ্কিত থাকতে হয়, তাহলে এর কুপ্রভাবে ফরিদগঞ্জের অন্য সকল মাদক কারবারি বেপরোয়া হয়ে যাবে এবং নরকের ন্যায় পরিস্থিতি তৈরি করবে। আমরা এমনটি হোক, সেটা কোনোভাবেই চাই না। আমরা সাকিলসহ ফরিদগঞ্জের সকল মাদক কারবারির বিরুদ্ধে চাঁদপুরের বর্তমান পুলিশ সুপার মহোদয়ের তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় সাঁড়াশি অভিযান প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়