প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪
শবে বরাত
এম,আলমগীর হোসেন

শবে বরাত এম,আলমগীর হোসেন
শাবান মাসের চৌদ্দ তারিখ
দিবাগত রাত,
খোদার কাছে যা খুশি চাও
তুলে দুটি হাত।সবার আগে বিদ্যা চাইবো
চাইবো বুদ্ধি জ্ঞান,
সুস্থ থাকার জন্য চাইবো
সুস্থ দেহে প্রাণ।সবার তরে চাইবো ভালো
কাপড় রুটি ভাত,
খোদার কাছে মন খুলে চাও
তুলে দুটি হাত।লেখাপড়া শিখে সবাই
মানুষ হতে চাই,
আল্লাহ ও রাসূলের পথে
চলবো যে সদা।দেশ ও দশের তরে যেন
কাটে মোর হায়াত,
খোদার কাছে এই তো চাহি
তুলে দুটি হাত।