মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৯

শাহরাস্তিতে স্কুলের টয়লেট থেকে ১০ ঘন্টা পর বাক প্রতিবন্ধী ছাত্রীকে উদ্ধার

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে স্কুলের টয়লেট থেকে ১০ ঘন্টা পর বাক প্রতিবন্ধী ছাত্রীকে উদ্ধার

শাহরাস্তিতে স্কূলের টয়লেটে ১০ ঘন্টা আটকে থাকার পর বাক প্রতিবন্ধী ছাত্রীকে উদ্ধার করেছে স্হানীয় জনগণ। শাহরাস্তি উপজেলার হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রতিদিনের মত স্কূলে আসে এসএসসি পরীক্ষার্থী শারমিন আক্তার, বিদ্যালয় ছুটির কিছুক্ষণ পূর্বে সে বিদ্যালয়ের টয়লেটে যায়। এরমধ্যে ছুটির ঘন্টা বেজে উঠলে সকল শিক্ষার্থী বাড়িতে চলে যায়, বিদ্যালয়ের আয়া সাহানারা বেগম টয়লেটে তালা লাগিয়ে দেন। সকলের অজান্তে টয়লেটে আটকা পড়ে যায় শারমিন। শারমিনের বাবা কচুয়া উপজেলার আশ্রাফপুর হাজি বাড়ির আনোয়ার হোসেন তার মেয়ে বাড়িতে না আসায় খোঁজখবর নিতে শুরু করেন, তিনি শারমিনের সহপাঠীদের বাড়িতে গিয়ে তার মেয়ের কোন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন। শারমিনের মা হাসিনা বেগম মেয়ের সংবাদ শুনে কুমিল্লা থেকে বাড়িতে চলে আসেন। এদিকে রাত ১০টার পর প্বার্শবতী স্বর্ণকার পাড়ার আল আমিন স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় মোবাইল ফোনের আলোর মাধ্যমে টয়লেটের ভেন্টিলেটরে হাত দেখতে পায় সে ভয় পেয়ে তাৎক্ষণিক কয়েকজন কে বিষয়টি অবহিত করেন। পরে স্হানীয় বেশ কিছু এলাকাবাসী বিদ্যালয়ে প্রবেশ করে টয়লেটের তালা ভেঙে শারমিনকে উদ্ধার করে।

স্হানীয় আবুল কাশেম তার বাড়িতে নিয়ে তাকে প্রাথমিক ভাবে সেবা দেন। উদ্ধারের পর শারমিনের বাবা কে সংবাদ দিলে তিনি ছুটে আসেন। বিদ্যালয়ের আয়া শাহানারা জানান, বিদ্যালয় সাড়ে ১২টায় ছুটির পর তিনি ৪ টায় টয়লেটে তালা লাগিয়ে দেন তবে ভিতরে তিনি দেখেননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন জানান, বিদ্যালয় ছুটি হয় ১২টায় তবে দাপ্তরিক কাজ থাকায় তিনি সাড়ে ৪টায় শিক্ষকদের নিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। বিদ্যালয়ের টয়লেটটি সামনে থাকলেও তিনি কোন কিছু আঁচ করতে পারেননি। মেয়েটিকে উদ্ধারের সময় তার মুখে রক্ত দেখতে পায় স্হানীয় জনগণ। শারমিনের বাবা আনোয়ার হোসেন জানান, তার মেয়ের বই পুস্তুক শ্রেণী কক্ষে ছিল কোন প্রকার না দেখেই তার প্রতিবন্ধী মেয়েকে আটকে রাখা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, বিষয়টি তদন্ত করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। কারো গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী জানান, আমি ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে স্হানীয় জনগণ বিদ্যালয়ের অবহেলা ও অসচেতনতাকেই দায়ী করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়