রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১১:১৩

কচুয়ায় অগ্নিদগ্ধে শিশু শিক্ষার্থী সামিয়ার মৃত্যু

আট শিক্ষক সাময়িক বরখাস্ত

কচুয়া প্রতিনিধি
আট শিক্ষক সাময়িক  বরখাস্ত
ছবি: কচুয়ার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কচুয়ায় ৪১ নং তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) সকালে বিদ্যালয়ের আঙ্গিনায় খেলতে গিয়ে ময়লার স্তূপের আগুনে অগ্নিদগ্ধ হয়ে ৫ দিন পর রোববার (২৬ জানুয়ারি ২০২৫) মৃত্যুবরণ করে। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। গেলো বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) তদন্ত কমিটি বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে ওই বিদ্যালয়ের ১০ জন শিক্ষকের মধ্যে ৮ জনকে সাময়িক বরখাস্ত করে। বরখাস্তকৃত শিক্ষকরা হলেন : ফারুক হোসেন, জসিম উদ্দিন, সাহিদা আক্তার, সুমি আক্তার, রোকেয়া আক্তার, কাজী শাকিরীন, ফয়েজুন নেছা ও ফাতেমা আক্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক হাসান শিশুটিকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়ায় ও সহকারী শিক্ষিকা হাফসা আক্তার ওই দিন ছুটিতে থাকায় তাদের দুজনকে বরখাস্ত করা হয়নি বলে জানান উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়