বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জুন ২০২১, ১৯:৫১

মতলবে ধরা পড়ল বিড়ল প্রজাতির চিতা বিড়াল

মাহবুব আলম লাভলু
মতলবে ধরা পড়ল বিড়ল প্রজাতির চিতা বিড়াল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হরিণায় ধরা পড়লো বিরল প্রজাতির চিতা বিড়াল। আজ ২৯ জুন মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের হাতে এই বিরল প্রজাতির চিতা বিড়ালটি ধরা পড়ে।

জানা যায়, মঙ্গলবার সকালে হরিণা চৌরাস্তা এলাকায় কয়েকটি কুকুর একটি চিতা বিড়ালকে তাড়া করছিল। বিড়ালটি দৌড়ে সুজন লস্করের দোকানে ডুকে পরে। এলাকাবাসী এসে সেটিকে ধরে ফেলে। এ নিয়ে এলাকায় নানা জনের নামা মত প্রকাশ করেছে। কেউ বলছে বাঘের সাবক, কেউ বলছে চিতা বাঘের সাবক, আবার কেউ বলছে চিতা বিড়াল। পরে সেটিকে মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ফারুক হোসেন বলেন, দেখতে চিতা বাঘের সাবকের মতো হলেও এটি একটি চিতা বিড়াল। এটি সনাক্ত করার জন্য ঢাকাতে ছবি পাঠিয়ে ছিলাম। ডা. আহসান হাবিব শামীম এটিকে চিতা বিড়াল বলে সনাক্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান বলেন, চিতা বিড়াল একটি বিড়ল প্রজাতি। এলাকাবাসী এটিকে না মেরে সুস্থ্যভাবে ধরে এনেছে ,এজন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। এটি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়