প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০০:২৩
চাঁদপুর শহরে সিএনজি অটোরিকশার ৫টি স্ট্যান্ড রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিনের নিকট স্মারকলিপি প্রদান করছেন সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ৩টি সংগঠনের নেতৃবৃন্দ।
চাঁদপুর শহরে সিএনজি অটোরিকশার ৫টি স্ট্যান্ড রাখার দাবিতে রাজপথে নেমেছে শ্রমিক ও মালিকরা। এতে অন্তত ১৫০০ শ্রমিক মালিক একত্রিত হয়ে নানা স্লোগানে রাস্তা মুখরিত করে তোলে। পরে তারা চাঁদপুর শহরে ১ ফেব্রুয়ারি হতে সিএনজি অটোরিকশা চলাচল করতে না পারার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে মোট ৯ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। রোববার (২৬ জানুয়ারি ২০২৫) বিকেলে স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
|আরো খবর
এ সময় গণমাধ্যমকে আন্দোলনকারীরা জানান, দ্রুত সময়ে দাবির বিষয়ে কোনো সন্তোষজনক পদক্ষেপ না দেখলে রাজপথে কঠোর আন্দোলন করা হবে। এক্ষেত্রে হুঁশিয়ারি দেন সিএনজি অটোরিকশার শ্রমিক মালিকরা। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি মো. মুকবুল হোসেন, সাধারণ সম্পাদক হালিম মাতাব্বর, সিনিয়র সহ-সভাপতি মো. ছোটন, জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিপন হোসেন, সহ-সভাপতি মনজুর আলম, সহ- সাধারণ সম্পাদক মো. জুয়েল, পৌর সিএনজি অটোরিকশা শ্রমিক দলের আহ্বায়ক মনির মিয়াজী, সদস্য সচিব খোকন ফরাজী, সদর উপজেলা মালিক সমিতি কার্যকরী সভাপতি লিটন গাজীসহ অন্যরা।
ডিসিকে/এমজেডএইচ