প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:২৯
বিশিষ্ট চিকিৎসক ও বিজ্ঞান লেখক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী আর নেই
শোক সংবাদ
|আরো খবর
চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের সাবেক ডিন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞান লেখক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী আজ সকালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী ছিলেন ষাটোর্ধ গ্রন্থের রচয়িতা এবং বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার অগ্রপথিক। শান্তিনিকেতনে শিক্ষাজীবন শুরু করা এই বিশিষ্ট চিকিৎসক সিলেটের বিশ্বনাথ উপজেলার আকিলপুর গ্রামের জমিদার পরিবারের সন্তান।
তাঁর পিতা শৈলেন্দ্র কুমার চৌধুরী ছিলেন বিশিষ্ট জমিদার এবং মাতা মঞ্জুশ্রী চৌধুরী ছিলেন খ্যাতিমান লেখিকা। তাঁর অনুজ ভাই ডা. অরূপ রতন চৌধুরী একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে।
ডিসিকে/এমজেডএইচ