বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ২৩:২৬

রাতের আঁধারে শীতার্তদের ঘরে জেলা প্রশাসকের উষ্ণ সহায়তা

মো. জাকির হোসেন
রাতের আঁধারে শীতার্তদের ঘরে জেলা প্রশাসকের উষ্ণ সহায়তা
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুরে শীতের তীব্র কষ্ট লাঘবে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) রাতে তিনি চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ের বেদে পল্লী এবং পুরান বাজার হরিসভা এলাকার মেঘনা নদীর তীরে বসবাসরত ২৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। রাতের নিস্তব্ধতা ভেঙে জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের মনে গভীর প্রশান্তি এনে দেয়। বিশেষত, নদীর পাড়ে বসবাসকারী সুবিধাবঞ্চিত এসব পরিবার কখনো ভাবেনি যে, রাতের আঁধারে প্রশাসনের এমন সহায়তা তাদের কষ্ট লাঘব করবে। হরিসভা এলাকার কৃষ্ণা ঋষি আবেগাপ্লুত হয়ে বলেন, “নদীর পাড়ে আমাদের বসবাস খুব কষ্টের। কেউ কখনো আমাদের খোঁজ নেয়নি। কিন্তু ডিসি স্যার নিজে এসে কম্বল দিয়েছেন। এটা আমাদের জন্য আশীর্বাদ।" জেলা প্রশাসনের এই মানবিক কার্যক্রম সম্পর্কে এনডিসি আসাদুজ্জামান সরকার জানান, শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে। শীতের তীব্রতা লাঘব এবং মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসন সর্বদা কাজ করছে। উল্লেখ্য, চাঁদপুরে চলমান তীব্র শীতের কারণে এসব পরিবারের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের এমন উদ্যোগ সবার প্রশংসা কুড়িয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়