রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪২

সচিবালয়ে আগুন, প্রাণহানি, বদলি: কে দায়ী?

মো: জাকির হোসেন
সচিবালয়ে আগুন, প্রাণহানি, বদলি: কে দায়ী?
ছবি : সংগৃহীত

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের নিরাপত্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী ২৯ ডিসেম্বর স্বাক্ষরিত এক আদেশে এই বদলির নির্দেশ দেন। তবে বদলির আদেশ জারি হওয়ার সময় তানভীর আহমেদ পবিত্র ওমরাহ পালনের জন্য ছুটিতে রয়েছেন। গত ২২ ডিসেম্বর তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে সৌদি আরব গেছেন এবং ৪ জানুয়ারি দেশে ফিরে কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে।

ঘটনার পেছনের কাহিনি

তানভীর আহমেদের অনুপস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব ছিল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সাঈদের ওপর। অগ্নিকাণ্ডের সময় সচিবালয়ের সামনের রাস্তা বন্ধ করতে না পারার কারণে ফায়ার সার্ভিসকর্মী সোহানুর জামান নয়নের মৃত্যুর অভিযোগ ওঠে। নয়ন অগ্নিকাণ্ড নেভানোর কাজে নিয়োজিত ছিলেন, তবে একটি ট্রাকচাপায় তার মর্মান্তিক মৃত্যু ঘটে।

এই ঘটনার পর তিন দিনের মাথায় দায়িত্বপ্রাপ্ত ডিসি তানভীর আহমেদকে সরিয়ে দেওয়া হলো। অথচ সরাসরি দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সাঈদের বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নতুন ডিসি নিযুক্ত

সচিবালয়ের নিরাপত্তা বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ বিল্লাল হোসেনকে। দায়িত্ব হস্তান্তরের বিষয়টি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।

বদলির পেছনে প্রশ্ন

তানভীর আহমেদ দায়িত্বে থাকাকালীন কোনো ঘটনা না ঘটলেও তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে। কারণ তার অনুপস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা ও পরিস্থিতি সামাল দেওয়ার পুরো দায়িত্ব ছিল আবু সাঈদের ওপর।

সচিবালয়ে আগুন লাগার এ ঘটনা এবং এর পরবর্তী পদক্ষেপগুলো প্রশাসনিক দায়িত্বে গাফিলতির একটি নজির হিসেবে আলোচিত হচ্ছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

পাঠকের জন্য বিশেষ তথ্য:

অগ্নিকাণ্ডের সময়: ২৮ ডিসেম্বর, রাত ৩টা ১৫ মিনিট।

হতাহতের ঘটনা: ফায়ার সার্ভিসকর্মী সোহানুর জামান নয়নের মৃত্যু।

নতুন ডিসি: মোহাম্মদ বিল্লাল হোসেন।

তানভীর আহমেদের ফেরার তারিখ: ৪ জানুয়ারি ২০২৫।

এই ঘটনায় দায়িত্বশীলদের জবাবদিহিতার অভাব নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সচিবালয়ের নিরাপত্তা ও প্রশাসনিক পদক্ষেপে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়