রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩

গজারিয়ায় সড়ক দুর্ঘটনা

কেন এমন ঘটনা ঘটছে?

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
কেন এমন ঘটনা ঘটছে?
ছবি:আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক জন নিহত এবং দুই জন গুরুতর আহত হয়েছেন। গত ২৯ ডিসেম্বর বিকাল ৫টায় মেঘনা ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি অটোরিকশা সোনারগাঁও থেকে যাত্রী নিয়ে উল্টো পথে মেঘনা ব্রিজ পার হওয়ার সময় দ্রুত গতির একটি ঢাকা গামী অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী, আলেহা খাতুন (৬০), প্রাণ হারান।

এ দুর্ঘটনায় সিএনজির আরও দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কে উল্টো পথে চলাচল এবং অতিরিক্ত গতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই মর্মান্তিক দুর্ঘটনা জনসাধারণের মধ্যে শোকের ছায়া ফেলেছে। ট্রাফিক আইন মেনে চলার জন্য বিশেষ সচেতনতা কার্যক্রমের প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়