শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:২৭

চান্দিনার মাধাইয়া বাজার পুড়ে ছাই

কুমিল্লায় আগুনের লাল রাত

মো. জাকির হোসেন
কুমিল্লায় আগুনের লাল রাত
ছবি : সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে রবিবার (২৯ ডিসেম্বর) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রাত সাড়ে ১১টার দিকে একটি দোকানে আগুন লাগার পর দ্রুত তা বাজারের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধাঘণ্টা পর নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করেন। তবে আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ফায়ার সার্ভিসের কুমিল্লা অঞ্চলের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে তিনটি ফায়ার স্টেশন, চান্দিনা, দাউদকান্দি ও কুমিল্লা ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, “আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।”

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, তবে খবর পাওয়া গেছে যে সবগুলো দোকান ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠান। এতে করে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এবং পুরো বাজারের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে আরও সময় লাগবে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এই অগ্নিকাণ্ডে বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়