রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮

সচিবালয়ের নথি ভেবে দুটি ট্রাক আটক : স্থানীয়দের তৎপরতায় রহস্য উদ্ঘাটন

মো: জাকির হোসেন
সচিবালয়ের নথি ভেবে দুটি ট্রাক আটক : স্থানীয়দের তৎপরতায় রহস্য উদ্ঘাটন
ছবি : সংগৃহীত

বরিশালে সচিবালয়ের নথি ভেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরোনো কাগজপত্র ও মালামালবাহী দুটি ট্রাক আটক করে স্থানীয় জনতা। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কাউনিয়া থানার কাগাশুরা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সন্দেহ হয়, ট্রাক দুটি গুরুত্বপূর্ণ সরকারি নথি বহন করছে। জনতা ট্রাক দুটি আটক করে তল্লাশি চালায় এবং পরে পুলিশকে খবর দেয়। পুরোনো কাগজপত্র ও মালামালের বিষয়ে প্রকৌশলীর বক্তব্য: ঘটনার পর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল অফিসের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, "বহু পুরোনো নথি ও ভাঙাচোরা কাঠামো পুড়িয়ে ফেলার জন্য ময়লার খোলায় পাঠানো হয়েছিল। তবে ট্রাক ড্রাইভার বিক্রির উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করায় স্থানীয়দের সন্দেহ হয়। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জনতাকে বুঝিয়ে বলি এবং ট্রাক দুটি অফিসে ফেরত আনি। মালামাল যথাযথভাবে ধ্বংস করার জন্য পুনরায় ব্যবস্থা নেওয়া হবে।" পুলিশের ভূমিকা: কাউনিয়া থানার পুলিশ সদস্য আনিসুর রহমান জানান, "স্থানীয়রা বিপুল পরিমাণ কাগজ ও মালামাল দেখে সন্দেহ করেন এবং ট্রাক দুটি আটকে রাখেন। পরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের লিখিত বক্তব্যের ভিত্তিতে ও কাগজ তল্লাশি করে আপত্তিকর কিছু না পেয়ে ট্রাক দুটি ছেড়ে দেওয়া হয়।" জনতার তৎপরতা: কাগাশুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু বলেন, "স্থানীয় জনতা ট্রাক দুটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। পরে প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসে সঠিক ব্যাখ্যা দেওয়ার পর ট্রাক দুটি ছেড়ে দেওয়া হয়।" ঘটনার পর্যালোচনা: স্থানীয়দের দাবি, ট্রাক চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় জনতা তৎপর হয়েছে। তবে প্রকৌশল অধিদপ্তরের সঠিক ব্যাখ্যায় পরিস্থিতি দ্রুত সমাধান হয়। এই ঘটনায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবিষ্যতে কাগজপত্র ধ্বংসের ক্ষেত্রে আরও স্বচ্ছতা এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করবে বলে আশ্বাস দিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়