প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৬
পরলোকে বিশিষ্ট কণ্ঠশিল্পী মনোজ আচার্যী
‘চোখের জলের স্রোতে কোনো দিন অধিকার আসে না,/
রক্তের বন্যায় নদী
রক্তিম সূর্য তো হাসে না,,,,,,,,।’
প্রিয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদের স্মরণে গীতিকার দেবদাস খোকনের লেখা সঙ্গীতে গাওয়া এমন অজস্র লোক সঙ্গীত শ্রোতাদের উজ্জীবিত করলেও দীর্ঘ অসুস্থতার পর শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) সকালে অনন্ত পারে যাত্রার কারণে থেমে গেলো চাঁদপুরের সঙ্গীতপ্রেমীদের প্রিয় শিল্পী এবং স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠির অধ্যক্ষ মনোজ আচার্যী। তিনি আর গাইবেন না কোনোদিনই দিন বদলের গান।
চাঁদপুর শহরে পুরাণ বাজারের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ১৯৬০ সালের ১৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন মনোজ আচার্যী। তারপর মধুসূদন উচ্চ বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করার পর ক্রমান্বয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরপরই বাংলাদেশ কৃষি ব্যাংকে একজন কর্মকর্তা হিসেবে কর্ম জীবন শুরু করেন ( ১০/০৮/১৯৮৩ হতে ১৮/০১/২০১৮ খ্রি.)। কর্ম জীবনের পাশাপাশি সঙ্গীতের সাধনায় নিজেকে সব সময় ডুবিয়ে রাখতেন। বাংলাদেশ বেতারে (২০১১-২০১৮) একজন নিয়মিত শিল্পী হিসেবে অসংখ্যবার দেবদাস খোকন ও তাঁর লেখা সঙ্গীত পরিবেশন করেছেন। এছাড়া 'দিন বদলের গান' নামে তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে।
ব্যক্তি জীবনে সনাতনী যাজনিক ক্রিয়া ও সঙ্গীতের শিক্ষকতায় নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি পুত্র রুদ্রনীল, কন্যা মধুরীমা এবং স্ত্রী মানসী আচার্যীকে সঙ্গীতে তালিম দিয়েছেন।
প্রয়াত মনোজ আচার্যী আমার বরিষ্ট সতীর্থ এবং আমরা পুরাণবাজার নিতাইগঞ্জে একই বাড়িতে বড়ো হয়েছি। তাঁর পরিবারের সাথে আমার পরিবারের সবচেয়ে মিলের বিষয়টি হচ্ছে, তিনিও আমার মতো ছোটকালে পিতৃহারা হয়েছেন এবং তাঁর গর্ভধারিণী মায়ের ন্যায় আমার মাও পিতৃহারা হবার পর পিতার ভূমিকা পালন করেছেন এবং সকল সন্তানদের শিক্ষায় ব্রতী করেছেন।
প্রয়াতের আত্মার চির শান্তি কামনার পাশাপাশি শোকার্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
রিপন কুমার সাহা : সভাপতি, শারদাঞ্জলি ফোরাম, চাঁদপুর জেলা।