শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৩

শাহরাস্তি প্রেসক্লাবের এমন কার্যক্রমের ধারাবাহিকতা চাই

অনলাইন ডেস্ক
শাহরাস্তি প্রেসক্লাবের এমন কার্যক্রমের ধারাবাহিকতা চাই

শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার সাংবাদিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যা ৭টায় আয়োজিত অনুষ্ঠানে শাহরাস্তি প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়। এতে অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাও. আবুল হোসাইন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাবীবুর রহমান পাটোয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সভাপতি সাইফুল করিম মিনার, পৌর বিএনপির সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম।

প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সেন্টু, ক্রীড়া সংগঠক মোশাররফ হোসেন টুটুল, মনির হোসেন মিন্টু, বিএনপি নেতা মো. আবুল বাসার, আমীমুল এহসান হৃদয় প্রমুখ। অনুষ্ঠানে শাহরাস্তি প্রেসক্লাবের ৫ জন সদস্য ও সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে ১০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক তুলে দেয়া হয়।

সাংবাদিকতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশা। এটাকে মহৎ পেশা বললেও চারপাশে অমহৎ পরিবেশ থাকায় সাংবাদিকগণের জীবন হয়ে যায় চ্যালেঞ্জিং এবং প্রত্যাশার চাপে ভীষণ ভারাক্রান্ত। এই প্রত্যাশা পূরণে বাংলাদেশের মতো দুর্নীতিগ্রস্ত দেশে সাংবাদিকেরা সফলতার পরিচয় দিতে পারেন কমই। সেজন্যে অযথা অপবাদ সইতে হয়, আবার নগণ্যসংখ্যকের বিপথগামিতায় পুরো সাংবাদিক সমাজকে কলঙ্কিত করার প্রয়াসের শিকার হতে হয়। অথচ এই পেশাজীবীদের অধিকাংশের জীবন অসচ্ছলতায় আক্রান্ত। সংসারের টানাপোড়েনের মধ্যে অসুস্থতায় আক্রান্ত হলে অর্থ সংকটে হতে হয় পর্যুদস্ত। কদাচিত পাশে দাঁড়ান চিত্তবান বিত্তবান কোনো ব্যক্তি। অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর মূল চাপটা এসে পড়ে সাংবাদিক সংগঠনের ওপর। চাঁদপুর প্রেসক্লাব এমন কতো চাপ যে গত দেড় দশকে নিয়েছে, তার ফিরিস্তি অনেক দীর্ঘ। জেলা পর্যায়ের সংগঠন বলে চাঁদপুর প্রেসক্লাব সেই চাপ সইতে পেরেছে ও পারছে।

কিন্তু এমনটি উপজেলা পর্যায়ের প্রেসক্লাবের জন্যে অনেক কঠিন। অথচ সে কাজটি শুরু করেছে শাহরাস্তি প্রেসক্লাব। সেটা ক্লাবটির নূতন নেতৃত্বের সক্রিয়তার কারণে যে সম্ভব হচ্ছে সেটা স্পষ্ট ধারণা করা যায়। অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর এই কাজটির ধারাবাহিকতা রক্ষা করতে হলে প্রয়োজন চিত্তবান ও বিত্তবান মানুষের সহযোগিতা এবং স্থানীয় উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত সহযোগিতা। আমরা আশা করি, শাহরাস্তি প্রেসক্লাব এমন সহযোগিতা পাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়