বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৩২

মালয়েশিয়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
মালয়েশিয়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

মালয়েশিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। মো. শরিফুল ইসলাম শরীফকে সভাপতি ও বশির ইবনে জাফরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটি ঘোষণা করেন জুলাই-৩৬ ডট কমের উদ্যোক্তা সাংবাদিক ইঞ্জিনিয়ার মোশাররফ জুয়েল। কমিটিতে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. সানি, কোষাধ্যক্ষ মো. আসাদ ও প্রচার সম্পাদক মো. রাসেল রানা। উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে দাতু শ্রী মো. সাহিদ উল্লাহ এবং আলতাব খানকে। পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই অফিসিয়ালি প্রকাশিত হবে বলে জানান জুলাই-৩৬ ডট কমের উদ্যোক্তা।

৪ ডিসেম্বর রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে মালয়েশিয়া প্রবাসী ছাত্র-জনতার এক মতবিনিময় সভা হয়। সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ১৩টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতারা। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি হয়ে উঠে বাংলাদেশিদের মিলনমেলায়।

সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বিভেদ, থাকবে না কোনো মতভেদ, থাকবে না কোনো বর্ণভেদ, থাকবে না উঁচু নিচুর পার্থক্যকারী দেয়াল আমাদের নতুন এই বাংলাদেশে। নতুনভাবে আগামীর স্বপ্নের সুন্দর ও সফল বাংলাদেশ গড়বো সবাই মিলে।

তারা বলেন, দেশ পরিবর্তনকারী এই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছিলেন তাদের প্রত্যেককে সংগ্রামী সালাম। এই আন্দোলনে যেসব ছাত্র-ছাত্রী, শিশু, তরুণ, বৃদ্ধ, দিনমজুর, খেটে খাওয়া মানুষ শহীদ হয়েছেন, যাদের রক্তে কেনা এই নতুন বাংলাদেশ, তাদের ভুলবে না বাংলাদেশ। তোমরা শহীদ হয়েও চির স্মরণীয়। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে লেখা হয়ে গেছে তোমাদের নাম। তোমাদের দেখানো পথে হেঁটেই আগামীর পথ চলবে বাংলাদেশ। তাহলে কখনোই দিক হারাবে না বাংলাদেশ।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করে। ফলে একটি সফল গণঅভ্যুত্থান সংঘটিত হয়, দেশ পতিত স্বৈরাচারের দুঃশাসনের হাত থেকে মুক্তি লাভ করে। আমরা নতুন করে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখছি।

বক্তারা আরও বলেন, আগামীর সোনার বাংলাকে আমরা বিশ্বের কাছে অন্যন্য এক উচ্চতায় নিয়ে যেতে চাই সবার ঐক্যমতের ভিত্তিতে। দেশ আমাদের, তাই চিন্তাও আমাদের।

জুলাই আন্দোলন চলাকালীন মালয়েশিয়া প্রবাসী ছাত্র-জনতা তারা নিজ তাগিদে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমে আসে। বিশেষ করে মালয়েশিয়ায় পড়তে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা অনস্বীকার্য।

অনুষ্ঠানে জুলাই-৩৬ ডট কমের উদ্যোক্তা সাংবাদিক ইঞ্জিনিয়ার মোশাররফ জুয়েল বলেন, প্রতিটি আন্দোলনেরই দলিলপত্র থাকে, যেমন রয়েছে আমাদের স্বাধীনতার আন্দোলনের দলিলপত্র। ঠিক তেমনি চব্বিশের এই জুলাই আন্দোলনের ইতিহাসকে যুগ থেকে যুগান্তরে পৌঁছে দিতে এবং ধারণ করতেই আমাদের এই প্রয়াস। আশা করছি এই প্ল্যাটফর্মে জুলাই আন্দোলনের সব তথ্য সঠিক ও নির্ভুলভাবে আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারবো আপনাদের সবার সম্মিলিত সহযোগিতায়। জুলাই-৩৬ শুধু একটি আর্কাইভ নয়, এই প্ল্যাটফর্ম সাধ্যমতো আন্দোলনে যাদের সক্রিয় ভূমিকা ছিলো তাদের পাশে থাকবে। এই কাজে আপনাদের সবার সহযোগিতা আমাদের টিম প্রত্যাশা করছে। আগামীর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আসুন সকলে মিলে আমরা একসাথে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কাজ করি।

জুলাই-৩৬ ডট কমের আরেক উদ্যোক্তা সাজেদুল হক ডিউকের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি যেন পাখা মেলে দারুণভাবে। ডিউক বলেন, জুলাই-৩৬ এই আন্দোলনে আহত পরিবারগুলোর পাশে সহযোগিতার হাত সম্প্রসারিতকরণের মাধ্যমে এগিয়ে যেতে চায় আপনাদের সবার সম্মিলিত উদ্যোগে। আমরা আশা করছি এই কাজে আপনাদের পাশে পাবো। আপনাদের কাছে আমাদের দলের পক্ষ থেকে আরও আবেদন যে, আপনার/ আপনাদের কাছে এই আন্দোলনের যদি কোনো তথ্য, ছবি, ভিডিও থেকে থাকে, সেগুলোও আমাদের কাছে পাঠিয়ে আর্কাইভকে আরও সমৃদ্ধ করতে আমাদের সহযোগিতা করুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়