শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১৩:৩২

ইরান ও ইসলামী প্রতিরোধ শক্তি

মোঃ মিজানুর রহমান লাকসামী
ইরান ও ইসলামী প্রতিরোধ শক্তি

বর্তমান বিশ্বে নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা নিয়ে সবচেয়ে সোচ্চার মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরান। পৃথিবী যে প্রান্তেই মুসলমান নির্যাতিত হোক না কেন শক্তিধর ইরান সাহায্য সহযোগিতা ও সহমর্মিতা নিয়ে সেখানে হাজির এবং বলিষ্ঠ কণ্ঠে তার প্রতিবাদ করে চলেছে। মুসলিম দেশগুলোর প্রতি মুসলিম দেশের যে হক সেটা ইরান যথাযথভাবে আদায় করে চলেছে তার অন্যতম দৃষ্টান্ত হলো ফিলিস্তিন ও লেবাননে নির্যাতিত মুসলিমদের পাশে সাহায্য-সহযোগিতা ও অস্ত্র নিয়ে পাশে দাঁড়ানো। বর্তমান মুসলিম বিশ্ব ইরানের সুপার নেতৃত্ব মেনে নিয়েছে। ইরান দেখিয়ে দিয়েছে অমুসলিমদের সাথে অর্থনৈতিক যুদ্ধ প্রযুক্তিগত যুদ্ধ ও মাঠে ময়দানে যুদ্ধ কিভাবে করতে হয়। আমেরিকা ও আমেরিকা অবৈধ কর্মের দোসর পশ্চিমা শাসকগোষ্ঠী এবং আমেরিকার মদদপুষ্ট ও আশীর্বাদপুষ্ট অবৈধ রাষ্ট্র ইসরাইল শত চেষ্টা করেও ইরানকে তার নীতি, আদর্শ দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে এক চুলও টলাতে পারেনি। ইরান শিয়া অধ্যুষিত মুসলিম দেশ হয়েও ফিলিস্তিনের মত একটি সুন্নি শাসিত দেশকে যেভাবে সহযোগিতা করেছে তার নজির সুন্নী ইতিহাসে বিরল। আরবের বর্তমান ইসলামের ধারক বাহক দাবিদার শাসকগণ ফিলিস্তিন ও ইসলামের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস বিষয়ে একেবারেই নিশ্চুপ মনে হয় এ ব্যাপারে তাদের কোন মাথা ব্যথা বা কোন দায়-দায়িত্ব নেই। ইরান ও তার সহযোগী ইসলামী প্রতিরোধশক্তি তথা লেবানন ফিলিস্তিন ইয়ামেন ইরাক ও সিরিয়ার প্রতিরোধ শক্তি আমেরিকা ও তার দোসরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে মুসলিম আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। শিয়া সুন্নি বড় কথা নয় বরং দায়িত্ব ও কর্তব্যবান মুসলিম হওয়া সবচেয়ে বড় বিষয়। পশ্চিমা অপশক্তি ইরানকে ঘরে বাইরে চাপে ফেলতে চেয়েছিল, ইরানের ভেতর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গৃহযুদ্ধ লাগাতে চেয়েছিল পারেনি। আমেরিকাও জায়নবাদী শক্তি ইরান ও ইসলামী প্রতিরোধ শক্তির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে হত্যা করে তাদেরকে দুর্বল করতে চেয়েছিল কিন্তু প্রতিরোধ শক্তি বুদ্ধিমত্তা ও চাতুর্য্যরে সাথে তা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। হেজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসারুল্লাহ, ফিলিস্তিনী প্রধান ইসমাইল হানিয়া ও ইয়াহইয়া সিনাওয়ারকে তারা শহীদ করার পরেও প্রতিরোধ শক্তি আগের মতোই ইমাম হোসাইন (রাঃ)-এর শহীদী চেতনা নিয়ে শত্রুদের মোকাবেলা করে যাচ্ছে। বোঝাই যাইনি যে তাদের প্রধানরা শহীদ হয়েছেন। এটা সম্ভব হয়েছে প্রতিরোধ শক্তিগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় থাকার কারণে যার মূল রূপকার ইসলামী প্রজাতন্ত্র ইরান আরো স্পষ্ট করে বললে বিশ্বের মজলুম মুসলমানদের ত্রাতা ইমাম খামেনি। মুসলমানদের সৌভাগ্য যে তাদের একজন খামেনি রয়েছে, আর শত্রুদের ও দুর্ভাগ্য যে আমাদের একজন খামেনি রয়েছে। ইরান কৌশলে ন্যাটো জোটের মতো একটি অপশক্তির বিরুদ্ধে একটি মুসলিম জোট গঠন করে শক্তভাবে শত্রুদের মোকাবেলা করে যাচ্ছে। ইরান তার পরমাণু নীতিতে পরিবর্তন এনে আরো শক্তিশালী হবে এটা বিশ্ব মুসলিম সমাজের বর্তমান জোর দাবী। কারণ সবসময় মন্দের মোকাবেলা ভালো দিয়ে করা যায়না কখনো কখনো মন্দের মোকাবেলা মন্দ দিয়েই করতে হয়। দোয়া, ভালোবাসা ও শুভকামনা রইলো ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ইসলামী প্রতিরোধ শক্তির জন্য।

মোঃ মিজানুর রহমান লাকসামী : উপাধ্যক্ষ, চাঁদপুর আহমাদিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা, নতুন বাজার, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়