প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১৭:৩২
প্রথম আলোর একটি ভাল কাজ
শতবর্ষী আফিয়া পেলেন খুপরিঘরসহ সরঞ্জাম
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে বন্ধুসভার সদস্যরা একটি ভাল কাজ করার পরিকল্পনা করেছেন। তারই অংশ হিসেবে শুক্রবার চাঁদপুর বন্ধুসভার সদস্যরা অসহায় নিঃস্ব শতবর্ষী এক মায়ের পাশে গিয়ে দাঁড়ান। তারা চাঁদপুর কোর্ট স্টেশনে থেকে সারাদিন ভিক্ষাবৃত্তি করে সেখানেই ফ্লোরে জীবনযাপন করা আফিয়া বেগম নামে ওই বৃদ্ধ মাকে খুশি করতে একটি খুপরিঘর করে দিয়ে প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করে দেন। আর এতে আর্থিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন আমেরিকা প্রবাসী বোন খুরশিদা খানম বেলি। তাঁর আর্থিক সহায়তায় ওই বুড়িমাকে রেল স্টেশনের পাশে একটি জায়গায় ছোট্ট একটি খুপড়িঘর করে দেয়া হয় । সেই সাথে নতুন তোষক, কম্বল, চাদর, প্রয়োজনীয় কাপড় চোপড়সহ অন্যান্য সামগ্রীর ব্যবস্থা করে দেয়া হয়।
|আরো খবর
ভাল কাজের অংশ হিসেবে সকাল ১০টায় চাঁদপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুল হাসানের নেতৃত্বে সদস্যরা ওই বুড়িমাকে হাতপায়ের নখ কেটে সাবান, শ্যাম্পু আর গরম পানি দিয়ে গোসল করিয়ে দেয়ার পর নতুন ফ্লাজু, ম্যাক্সি, ওড়না পরিয়ে তৈরি করা খুপরিঘরে ফুল দিয়ে বরণ করেন। পরে দুপুরের খাবার হিসেবে মোরগ পোলাও এবং শারীরিক সুস্থতার জন্যে ঔষধ খাইয়ে দেন।
আফিয়া বেগম বলেন, তার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুরে। তার স্বামী ও একমাত্র ছেলের মৃত্যুর পর তিনি অসহায় হয়ে পড়েন।এখন তার পৃথিবীতে আর কেউ নেই। এ জন্যে বেঁচে থাকার তাগিদে তিনি বৃদ্ধ বয়সে বেছে নেন ভিক্ষাবৃত্তি। চাঁদপুর কোর্ট স্টেশন ইনচার্জ হাবিবুর রহমান বলেন, বুড়িমা আফিয়া বেগম দীর্ঘ প্রায় ১০ থেকে ১২ বছর ধরে চাঁদপুর কোর্ট স্টেশনের প্লাটফরমে জীবন কাটিয়ে আসছেন। তার মত আরও অনেক বৃদ্ধ অসহায় নারী-পুরুষ এই প্লাটফরমকে তাদের আশ্রয়স্থলে পরিণত করেছে।
বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, বৃদ্ধা আফিয়ার অসহায়ত্ব প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের মাধ্যমে আমেরিকা প্রবাসী খুরশিদা খানম বেলির নজরে আসে। পরে তিনি প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সদস্যদের সহযোগিতা নিয়ে এই বুড়িমাকে একটি খুপরিঘরসহ প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করে দেন। এ সময় খুরশিদা খানম বেলির ছোট ভাই অ্যাড. মো. নুরুল আমিন খান আকাশ, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।