রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৭:৪৮

এইদিনে

অনলাইন ডেস্ক
এইদিনে

২০০১ সালের এইদিনে চঁাদপুর শহরের বড়স্টেশনের নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করেন নৌ-পরিবহন মন্ত্রী কর্নেল (অবঃ) আকবর হোসেন, পানিসম্পদ মন্ত্রী এলকে সিদ্দিকী ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত।

২০০৭ সালের এইদিনে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ পনশাহী গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী মামুন (২৫)কে গ্রেফতার করে।

২০০৮ সালের এইদিনে শাহরাস্তি পৌর এলাকার ৮নং ওয়ার্ডে নিজ বসতঘরে চাপা পড়ে শামছুল হক (৩৫) ও তার ছেলে তানজিল (৫) ঘটনাস্থলেই মারা যায়। একইদিনে বাংলাদেশ আওয়ামী লীগ চঁাদপুর জেলা শাখার সাবেক সভাপতি, সাংসদ ও মুক্তিযুদ্ধের বলিষ্ঠ সংগঠক এম সফিউল্লাহ মারা যান।

২০১১ সালের এইদিনে শাহরাস্তির শোরসাক উত্তর পাড়া মজুমদার বাড়িতে গলায় ফঁাস দিয়ে হোসনেয়ারা বেগম (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করে।

২০১৩ সালের এইদিনে ফরিদগঞ্জে বিএনপি-জামাত-পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে যুবদল নেতা আরিফ (২৮), জাহাঙ্গীর (৩২), বাবুল হোসেন (৩২) নিহত ও আহত হয়েছেন সাংবাদিক, পুলিশসহ শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি ও বিজিবি মোতায়েন করা হয়।

২০১৫ সালের এইদিনে চঁাদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চরবাকিলা এলাকায় বাস চাপায় তাসনিম (৬) নামে এক শিশু নিহত হয়।

২০১৮ সালের এইদিনে চঁাদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের জাহাঙ্গীর মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে ৭ মণ ইলিশ জব্দ করা হয়। অভিযান চালানোর সময় টাস্কফোর্সের সদস্যদের উপর হামলা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড গুলি বর্ষণ করে।

২০১৯ সালের এইদিনে হাজীগঞ্জের লাউকরা গ্রামের ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীকে বাল্যবিয়ের দায়ে মেয়ের বাবাকে ৭দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া।

২০২০ সালের এইদিনে চঁাদপুরের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করতে গিয়ে সংঘবদ্ধ জেলে ও জেলে পরিবারের সদস্যদের হামলায় নৌ পুলিশ সদর দপ্তরের ২জন পুলিশ কর্মকর্তাসহ ১২জন নৌ পুলিশ সদস্য আহত হয়।

২০২২ সালের এইদিনে চঁাদপুরে ঘূর্ণিঝড় সিত্রাং তাণ্ডবে বিদ্যুৎ সঞ্চালন লণ্ডভণ্ড ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়