বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১৯:৪০

ফ‌রিদগ‌ঞ্জে কালবেলার প্রতিষ্ঠাবা‌র্ষিকী পা‌লন

শামীম হাসান
ফ‌রিদগ‌ঞ্জে কালবেলার  প্রতিষ্ঠাবা‌র্ষিকী পা‌লন
ফরিদগঞ্জে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন উপজেলা নির্বাহী অফিসার রা‌জিয়া সুলতানা ও সহকারী কমিশনার ভূমি এআরএম জা‌হিদ হাসান।

নতুন বাংলা‌দে‌শে সাফ‌ল্যের ২য় বছ‌রে দৈ‌নিক কাল‌বেলার প্রতিষ্ঠবা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে। ফ‌রিদগঞ্জ উপ‌জেলা প্রতি‌নি‌ধির আ‌য়োজ‌নে ফ‌রিদগঞ্জ প্রেসক্লা‌বে কেক কাটা ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়। ফ‌রিদগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি মামুনুর রশী‌দ পাঠানের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার রা‌জিয়া সুলতানা।

তি‌নি ব‌লেন, কাল‌বেলা শুরু থে‌কে বস্তু‌নিষ্ঠ তথ‌্য-উপাত্ত নির্ভর সংবাদ প্রকাশ ক‌রে আস‌ছে। অল্প সম‌য়ে কাল‌বেলা আমাদের হৃদ‌য়ে স্থান ক‌রে নি‌য়ে‌ছে। আ‌মি কাল‌বেলার সাফল‌্য কামনা কর‌ছি।

বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) ও ফ‌রিদগঞ্জ পৌর প্রশাসক এআরএম জা‌হিদ হাসান ও ফ‌রিদগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহ আলম।

উপ‌স্থিত ছি‌লেন ফ‌রিদগঞ্জ‌ প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, সা‌বেক সভাপ‌তি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, এমকে মা‌নিক পাঠান, প্রবীর চক্রবর্তী, সহ-সভাপ‌তি মোঃ মশিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক এসএম ইকবাল, সাংগঠ‌নিক সম্পাদক শা‌কিল মুশ‌ফিক, সহ- অর্থ সম্পাদক রুহুল আ‌মিন স্বপন, প্রচার সম্পাদক আ‌নিছুর রহমান সুজন, আই‌সি‌টি সম্পাদক গাজী ম‌মিন, সা‌হিত‌্য সম্পাদক জা‌হিদুল ইসলাম, পাঠাগার সম্পাদক মাছুম আলম তালুকদার , কার্য-‌নির্বাহী সম্পাদক শিমুল হাসান, কাল‌বেলার উপ‌জেলা প্রতি‌নি‌ধি আবদুল কা‌দির, সাংবা‌দিক এফ এম মা‌নিক, ফাহাদ, শা‌মিম হাসান, আমানউল‌্যাহ খান ফারাভী, ফখরুল পাঠান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়