বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০০:১০

জার্মানির ফ্রাংকফুর্টে বিশ্বের বৃহত্তম বইমেলায় বাংলাদেশের বৈচিত্র্যময় অংশগ্রহণ

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে
জার্মানির ফ্রাংকফুর্টে বিশ্বের বৃহত্তম বইমেলায় বাংলাদেশের বৈচিত্র্যময় অংশগ্রহণ

জার্মানির ফ্রাংকফুর্টে বসে বিশ্বের সর্ববৃহৎ বইমেলা ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক বইমেলার ৭৬তম আসর। এই বছর শতাধিক দেশের ৪৩০০-এর অধিক প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় তাদের বই উপস্থাপন করেছে, যা গত বছরের তুলনায় ৭.৫ শতাংশ বেশি। ১৫ অক্টোবর (মঙ্গলবার) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক হাজার রাজনীতিবিদ, লেখক, প্রকাশক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা গণতন্ত্রের বিকাশের জন্যে বইয়ের গুরুত্ব তুলে ধরেন।

২০১৫ সাল থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ফ্রাংকফুর্ট বইমেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। এবারও জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোঃ গোলাম রাব্বির তত্ত্বাবধানে মেলায় বাংলাদেশ অংশ নিয়েছে। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশ আরও বৃহৎ পরিসরে অংশগ্রহণ করার ব্যাপারে মেলা কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে।

৭৬তম ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণে আগের তুলনায় বিশেষ বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ছবি সম্বলিত লিফলেট বিশ্বের সর্ববৃহৎ এই বইমেলায় প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে প্রকাশিত লিফলেটে বলা হয়েছে, ২০২৪-এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে।

ফ্রাংকফুর্ট বইমেলায় এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। তিনি বলেছেন, বাংলাদেশের সাহিত্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্যে আগামিতে প্রকাশকদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হবে। বিভিন্ন দেশের লেখক, প্রকাশকরা বাংলাদেশের ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের খবর জানেন এবং অভ্যুত্থানের ইতিহাস আরও ব্যাপকভাবে লিখা দরকার বলেও তিনি জানিয়েছেন।

বিশ বছরের অধিক সময় ধরে ফ্রাংকফুর্ট বইমেলায় অংশগ্রহণ করেন জার্মানি থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল শুদ্ধস্বর ডট কমের প্রধান সম্পাদক হাবীব বাবুল। তিনি বলেছেন, এবার বাংলাদেশের অংশগ্রহণ বেশ বৈচিত্র্যময়। এবার বাংলাদেশের স্টলে রাজনৈতিক বিবেচনায় নয় বরং বিভিন্ন মতের লেখকদের বই তুলে ধরা হয়েছে।

১৯৭৬ সাল থেকে ফ্রাংকফুর্ট বইমেলায় একটি দেশকে অতিথি দেশ হিসেবে সম্মান প্রদর্শন করা হয়। এবারের অতিথি দেশ ইতালি। দেশটি থেকে শতাধিক লেখক মেলায় যোগ দিয়েছেন।

বুধবার শুরু হওয়া মেলাটি চলে ২০ অক্টোবর রোববার পর্যন্ত। আয়োজকদের মতে, এবারের বইমেলায় পাঁচ দিনে প্রায় এক হাজার সভা-সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ১৫ থেকে ১৯ অক্টোবর ফ্রাংকফুর্ট বইমেলা অনুষ্ঠিত হবে এবং আগামী বছরের বইমেলার অতিথি দেশ ফিলিপাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়