প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৯:৩৩
ফরিদগঞ্জ উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

আগামী তিন বছরের জন্যে ফরিদগঞ্জ উপজেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন (সিএইচসিপি)-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন ৪নং সুবিদপুর ইউনিয়নের বড়গাঁও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ মোস্তফা কামাল সবুজ পাটোয়ারী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ১১নং চরদুঃখিয়া ইউনিয়নের সন্তোষপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ মোশাররফ হোসেন। জানা যায়, রোববার সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সকল ভোটারের উপস্থিতিতে ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপাধিক কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আব্দুল কাদির সোহাগ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নোয়াগাঁও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আখতারুজ্জামান চৌধুরী। নির্বাচনে মোট ৩৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পারভেজ আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর জেলা সিএইচসিপি'র সভাপতি কামরুল হাসান বাবলু।