শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০০:১৮

এইদিনে

অনলাইন ডেস্ক
এইদিনে

১৯৯৪ সালের এইদিনে বিচারপতি বিবি রায় চৌধুরী চাঁদপুরের শারদীয় দুর্গোৎসবে পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

১৯৯৯ সালের এইদিনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার চাঁদপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

২০০৯ সালের এইদিনে চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির নৌ-টার্মিনালের সামনে থেকে আড়াই কেজি তরল ফেন্সিডিলসহ আনোয়ার শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

২০১৪ সালের এইদিনে পুলিশ ও র‌্যাবের তালিকাভুক্ত চট্টগ্রাম বিভাগের শীর্ষ মাদক ব্যবসায়ী, ৪৫টি মামলার আসামী হাজীগঞ্জের টোরাগড় কাজী বাড়ির কাজী দুলালকে পুলিশ আটক করে। একইদিনে চাঁদপুর প্রেসক্লাবে শিশু ও নারী বিষয়ক ২দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।

২০১৪ সালের এইদিনে হাজীগঞ্জের কংগাইশ এলাকায় ট্রেনে কাটা পড়ে দেশগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাসেল মারা যায়।

২০১৬ সালের এইদিনে কচুয়ার সিংআড্ডা-নোয়াগাঁও মধ্যবর্তী অংশের খাল থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। একইদিনে একই উপজেলার ফতেরাপুর সরকার বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে আব্দুর রব সরকার (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।

২০১৯ সালের এইদিনে ফরিদগঞ্জের সাহাপুর গ্রামের রাঢ়ী বাড়ি হতে হাসমত উল্যা (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

২০২০ সালের এইদিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে কচুয়ার সহদেবপুর থেকে মোঃ সুমন (৩৫)কে ৫০পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

২০২১ সালের এইদিনে মতলব উত্তরের হরিণা এলাকায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৩৮) নামে এক যুবক মারা যায়।

২০২২ সালের এইদিনে ফরিদগঞ্জের সাহাপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে লাকী বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়