প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০০:০৮
এইদিনে
২০০৩ সালের এইদিনে চাঁদপুর সরকারি মহিলা কলেজ রোড এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৮টি বোমা উদ্ধার করা হয়।
২০০৫ সালের এইদিনে চাঁদপুর শহরের বড়স্টেশন রেলওয়ে শ্রমিক কলোনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে। একইদিনে রাশেদা বেগম হীরা এমপিকে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয় ও চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলায় সড়ক দুর্ঘটনায় মোঃ আবিদ বেপারী (৭৫) নামে এক ব্যক্তি মারা যান।
২০১২ সালের এইদিনে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
২০১৫ সালের এইদিনে চাঁদপুর সদরের নিজ গাছতলায় সড়ক দুর্ঘটনায় অনুপম (৩০) নিহত হন।
২০১৬ সালের এইদিনে মতলব উত্তরে মা ইলিশ রক্ষা কার্যক্রমে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
২০১৮ সালের এইদিনে কচুয়ার গুলবাহার ইউনিয়ন ভূমি অফিসের পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে ১৯টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
২০১৯ সালের এইদিনে চাঁদপুর শহরের জামতলা রোড এলাকার আমিন গাজীর ছেলে আঃ কাদের ওরফে আব্দুল্লাহ (১৩) নামের এক শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
২০২০ সালের এইদিনে চাঁদপুর পৌরসভা নির্বাচনে গণি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের সহিংস ঘটনায় ছুরিকাঘাতে ইয়াছিন মোল্যা (১৮) নামে এক যুবক নিহত হয়।
২০২২ সালের এইদিনে হাজীগঞ্জে অস্ত্র ও ট্রাক নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে রুমন বেপারী সুমন (৩৫) ও বেলাল হোসেন (৩৫) নামে দু’ডাকাতকে পুলিশ আটক করে।