প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৯:০০
এইদিনে
১৯৯৯ সালের এইদিনে চাঁদপুর রোটারী ক্লাবের ২৬তম অভিষেক অনুষ্ঠানে বাসসের বার্তা সম্পাদক, লেখক গবেষক সৈয়দ আবুল মকসুদ প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
২০০৫ সালের এইদিনে মোশারফ হোসেন মুশু পাটোয়ারী শাহরাস্তি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।
২০০৭ সালের এইদিনে হাজীগঞ্জের এনায়েতপুর নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় হাজীগঞ্জ স্পিনিং জুট মিলের শ্রমিক মোঃ সোয়ায়েত উল্যা (৫৫) নিহত হন।
২০১১ সালের এইদিনে ফরিদগঞ্জের কালিরবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যবসায়ী মারা যান।
২০১৩ সালের এইদিনে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে-কে প্রকাশ্যে হুমকি, ভয়-ভীতি প্রদর্শন, সরকারি কর্মকর্তাকে আক্রমণ ও মামলার নথি ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করা হলে চাঁদপুরের বিতর্কিত আইনজীবী আনোয়ার গাজীকে চাঁদপুর মডেল থানা পুলিশ আটক করে।
২০১৭ সালের এইদিনে চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন আয়োজিত নবম পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চাঁদপুর জেলায় চ্যাম্পিয়ন দল ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের কৃতী তিন বিতার্কিককে বিদ্যালয়ের পক্ষে সংবর্ধনা দেয়া হয়।
২০১৮ সালের এইদিনে মা ইলিশ রক্ষায় চাঁদপুর জেলা ও উপজেলা টাস্কফোর্স পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে হাইমচরের নদীর পাড়ের একটি আড়ত থেকে ২০ কেজি ইলিশ মাছ আটক ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করে।
২০১৯ সালের এইদিনে হাজীগঞ্জের টঙ্গীরপাড় গ্রামে অটোরিকশার চাপায় আয়মন আক্তার তানজিনা (৭) নামে এক শিশু মারা যায়। একই দিনে চাঁদপুর শহরের মিশন রোড মোড়ে পিকআপের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে নাজমুল হাসান (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।
২০২১ সালের এইদিনে কচুয়ায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার পর অবৈধ গর্ভপাতের অভিযোগে জুনাসার গ্রামের শিপন ও মফিজুল ইসলাম নামে দুই মামাকে কুমিল্লা র্যাব-১১ গ্রেফতার করে।