বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৩

ছেংগারচর - দূর্গাপুর বাজার সড়কের বেহাল দশা

মাহবুব আলম লাভলু
ছেংগারচর - দূর্গাপুর বাজার  সড়কের বেহাল দশা
দূর্গাপুর বাজার সড়ক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার-দূর্গাপুর সড়কের বেহাল দশা। এ সড়কে বিভিন্ন স্থানে খানা খন্দ ও গর্তে ভরা। এসব সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত দূর্ভোগে পড়ছে যাত্রীরা।

ছেংগারচর বাজার-দূর্গাপুর সড়ক এ উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক ব্যবহারের মাধ্যমে জনসাধারন উপজেলা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মতলব উত্তর থানা, শ্রী রায়ের চর ব্রিজ হয়ে ঢাকা, মতলব দক্ষিণ হয়ে চাঁদপুর জেলা সদরে যাতায়াত করে। থানা এবং উপজেলার সেতুবন্ধন সড়ক।

সরেজমিন দেখা গেছে,এ সড়কে ছোট বড় খানা খন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। ছেংগারচর বাজার-দূর্গাপুর সড়ক যানবাহনের ধরনের তুলনায় ও চলাচলের অনুযায়ী সড়কটি সরু। যা যানচলাচল অনুপযোগী। ঝুঁকি নিয়ে প্রতিদিন শতশত যানচলাচল করে। এ গুরুত্বপূর্ণ সড়কে যানচলাচল করতে গিয়ে দূর্ঘটনায় কবলিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)সূত্রে জানা যায়, সংস্কারের জন্য ছেংগারচর বাজার-দূর্গাপুর সড়কে ১ হাজার মিটার প্রস্তাব পাঠানো হয়েছে।

তালতলি গ্রামের সোহাগ বলেন, ছেংগারচর বাজার-দূর্গাপুর সড়কটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তার বিভিন্ন জায়গায় গভীর গর্তে সৃষ্টি হয়ে আছে। সড়কের বেহাল দশায় যাতায়াত করতে খুবই অসুবিধা হয়।

অটো চালক বাছির আলী জানান, প্রতিদিন এ সড়কে চলতে গিয়ে হিমশিম খেতে হয়। মাঝে মধ্যে উল্টে গিয়ে দূর্ঘটনার শিকার হতে হয়।এমনকি অটোর ও ক্ষতি হয়।আমরা সড়কের সংস্কার চাই।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)মতলব উত্তর উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন জানান, এ রাস্তা সংস্কার করানোর জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে শিগগিরই এ সড়কের সংস্কার কাজ শুরু হবে। সংস্কার হলে জনদূর্ভোগ থাকবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়