বুধবার, ১৪ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২০

শাহরাস্তিতে বিদ্যুতের লাইনের উপর হেলে পড়েছে ব্যাংকের টাওয়ার সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে বিদ্যুতের লাইনের উপর হেলে পড়েছে ব্যাংকের টাওয়ার সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
শাহরাস্তিতে বিদ্যুতের লাইনের উপর হেলে পড়া ব্যাংকের টাওয়ার

শাহরাস্তিতে বিদ্যুৎতের লাইনের উপর হেলে পড়েছে ডাচবাংলা এটিএম বুথের টাওয়ার সকাল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শাহরাস্তি উপজেলা সদর এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ বৃষ্টি ও হালকা বাতাস শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথের টাওয়ারটি বিদ্যুতের লাইনের উপর হেলে পড়ে। এরপর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজার, মেহের কালীবাড়ি, উপজেলা সদর এলাকা। শাহরাস্তি উপজেলার ব্যস্ততম এলাকাগুলোতে বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য সহ সকল ক্ষেত্রে ভোগান্তিতে পড়ে জনগন। উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোঃ সালাউদ্দিন জানান, ডাচবাংলা ব্যাংকে কতৃপক্ষকে সংবাদ দেয়া হয়েছে ঢাকা থেকে তাদের লোকজন আসার পর টাওয়ারটি সরিয়ে নেয়া হবে। এদিকে ব্যবসায়ীদের চাপের মুখে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন। বেলা তিনটার এজিএম সালাউদ্দিন আবারো জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত ও ব্যবসায়ী নেতা আক্তার হোসেন পাটোয়ারীর সহযোগিতা নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় টাওয়ারটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য তিনি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সহযোগিতা কামনা করে ঘটনাস্থলে আসার আহ্বান জানান। যদিও প্রেসক্লাবের নেতৃবৃন্দ দুপুর ২ টা থেকে ঘটনাস্থলে অবস্থা করছেন। টাওয়ারটি সরিয়ে নেয়া হলে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়