গৌধূলির আগমন, সূর্যাস্তের আয়োজন, পশ্চিমের আকাশে সোনালী রঙের ছায়া, গাছে গাছে পত্ররন্ধ্রে প্রস্বেদনের স্ফুটন, দূরের স্টিমার গুলো ঠ্রেট ঠ্রেট শব্দে গন্তব্যে ফেরা, অশান্ত নদীর শান্ত, নিস্তব্ধ রূপ আর নদী পাড়ে এক মৎস শিকারির চুপ করে বড়শি বাওয়া - এ সবই শেষ বিকালের ব্যস্ততা। এমন আয়োজন জানান দেয় পৃথিবী থেকে আরও একটি দিনের বিদায়ের কথা। দৃশ্যপট: মেঘনার সূর্যাস্ত।