'মা, যদি হও রাজি/বড় হলে আমি হব/খেয়া ঘাটের মাঝি' বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'মাঝি' কবিতার শেষ তিনটি পঙ্কতি হয়তো অন্তরে লালন করেছিলেন নৌকার এই মাঝিরা। সারাদিন বৈঠা বেয়ে তরীর হাল ধরেন তারা। বাঁশের শক্ত খুঁটিতে নৌকা বেঁধে প্রতিক্ষায় থাকেন খেয়া ঘাটে। যাত্রী এলেই সবিনয়ে তরীতে তুলে ছুটে যান ওপাড়ে। জলের ছলাৎ শব্দ তাঁদের কাছে অতি প্রিয়, অতি পরিচিত। এ শব্দ শুনতে শুনতেই এপাড় থেকে ওপাড়ে ছুটে চলেন সারাদিন। দৃশ্যপট: মেঘনা পাড়ের খেয়া ঘাট, চাঁদপুর।