বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১

শিলন্দিয়া থেকে আনসার উল্লা বাংলা টিমের সদস্য আটক

ষ্টাফ রিপোর্টার
শিলন্দিয়া থেকে আনসার উল্লা বাংলা টিমের সদস্য আটক

চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ড শিলন্দিয়া থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ১ সদস্য আটক করা হয়েছে বলে জানা গেছে। গত ৬ সেপ্টেম্বর শিলন্দিয়া মাদানি দারুশ শরীয়াত মাদ্রাসা থেকে এই সদস্যকে আটক করা হয়েছে বলে জানা যায়। ঢাকা থেকে আগত পুলিশের এন্টি টেররিজম ইউনিট তাকে আটক করেছে বলে জানা যায়।

জঙ্গি সন্দেহে আটক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ হোসাইন শিলন্দিয়া দারুশ শরীয়াত মাদ্রাসার পরিচালক ও শিলন্দিয়া আবুবক্কর মুন্সী বাড়ী জামে মসজিদের ইমাম। এলাকাবাসী সূত্রে জানা যায়, আটক মোহাম্মদ হোসাইন তাদের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করেন ও মসজিদ সংলগ্ন তাদের প্রতিষ্ঠিত মাদানী দারুস শরিয়াত মাদ্রাসা পরিচালনা করতেন।

এলাকার সাধারণ মানুষ বলেন, ফেসবুকে জঙ্গী সংগঠনকে মদদ পুষ্ট দেওয়ার কারণে তাকে আটক করা হয়েছে বলে তারা জানেন। এ বিষয়ে আর কিছু জানেন না বলে তারা জানায়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, সন্দেহ করা হচ্ছে আটক মোহাম্মদ হোসাইন আনসারুল্লাহ বাংলা টিম সদস্য। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের এন্টি টেররিজম ইউনিটে নেওয়া হয়েছে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, আটক মোহাম্মদ হোসাইন বড় স্টেশন জামে মসজিদের খতিব এবং রেলওয়ে মাদানিয়া দারুস সুন্নাত মাদ্রাসার পরিচালক মুফতী সিরাজুল ইসলামের ছেলে। এ বিষয়ে জানতে তার মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়