প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১
শিলন্দিয়া থেকে আনসার উল্লা বাংলা টিমের সদস্য আটক
চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ড শিলন্দিয়া থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ১ সদস্য আটক করা হয়েছে বলে জানা গেছে। গত ৬ সেপ্টেম্বর শিলন্দিয়া মাদানি দারুশ শরীয়াত মাদ্রাসা থেকে এই সদস্যকে আটক করা হয়েছে বলে জানা যায়। ঢাকা থেকে আগত পুলিশের এন্টি টেররিজম ইউনিট তাকে আটক করেছে বলে জানা যায়।
|আরো খবর
জঙ্গি সন্দেহে আটক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ হোসাইন শিলন্দিয়া দারুশ শরীয়াত মাদ্রাসার পরিচালক ও শিলন্দিয়া আবুবক্কর মুন্সী বাড়ী জামে মসজিদের ইমাম। এলাকাবাসী সূত্রে জানা যায়, আটক মোহাম্মদ হোসাইন তাদের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করেন ও মসজিদ সংলগ্ন তাদের প্রতিষ্ঠিত মাদানী দারুস শরিয়াত মাদ্রাসা পরিচালনা করতেন।
এলাকার সাধারণ মানুষ বলেন, ফেসবুকে জঙ্গী সংগঠনকে মদদ পুষ্ট দেওয়ার কারণে তাকে আটক করা হয়েছে বলে তারা জানেন। এ বিষয়ে আর কিছু জানেন না বলে তারা জানায়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, সন্দেহ করা হচ্ছে আটক মোহাম্মদ হোসাইন আনসারুল্লাহ বাংলা টিম সদস্য। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের এন্টি টেররিজম ইউনিটে নেওয়া হয়েছে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, আটক মোহাম্মদ হোসাইন বড় স্টেশন জামে মসজিদের খতিব এবং রেলওয়ে মাদানিয়া দারুস সুন্নাত মাদ্রাসার পরিচালক মুফতী সিরাজুল ইসলামের ছেলে। এ বিষয়ে জানতে তার মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।