বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৩

প্রশাসনের আল্টিমেটামের পর শাহরাস্তি গেট এলাকা অবৈধ স্থাপনা মুক্ত

মোঃ মঈনুল ইসলাম কাজল
প্রশাসনের আল্টিমেটামের পর শাহরাস্তি গেট এলাকা অবৈধ স্থাপনা মুক্ত

চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকায় প্রতিদিন যানজটের কবলে পড়ে যাত্রীদের দুর্ভোগ যখন মাত্রা ছাড়িয়ে পড়ে তখন শাহরাস্তি উপজেলা প্রশাসন যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করে। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান শাহরাস্তি গেট এলাকা পরিদর্শন করে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন। প্রশাসনের পক্ষ থেকে শনিবারের মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আল্টিমেটাম দেয়া হয়। অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা সে সকল ব্যবসায়ীগন প্রশাসনের আদেশ মেনে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেন।

৫ সেপ্টেম্বর দুপুরে শাহরাস্তি গেট এলাকার অন্য রকম চিত্র দেখা যায়। অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ায় মূল সড়ক বাদ দিয়ে খালি জায়গায় দূর পাল্লার বাস গুলো দাঁড়িয়ে যাত্রী উঠানো নামানোর দৃশ্য দেখা যায়। বেশ কিছু সময় ধরে সড়কে যানজট সৃষ্টি হওয়ার দৃশ্য লক্ষ করা যায়নি। খোলামেলা পরিবেশে যাত্রীগন যাতায়াত করতে দেখা গেছে। অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ায় খালি জায়গায় সথাযথ ব্যবহার করা না গেলে আবারো তা দখলের সম্ভাবনা রয়েছে। তাই অতি দ্রুত খালি জায়গা গুলোর যথার্থ ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য উপজেলা প্রশাসনের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। বর্তমান শাহরাস্তি গেট দোয়াভাঙ্গার পরিবেশে সন্তুষ্ট যাত্রী সাধারণ। এজন্য তারা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এনিয়ে বেশ কয়েকবার শাহরাস্তি গেট এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু যথাযথ ব্যবস্থা না নেয়ায় ও কতৃপক্ষের তদারকি না থাকায় কিছু দিন পরেই আবার দখল হয়ে যায়। এবার যাতে পুরানো ঘটনার ধারাবাহিকতা না থাকে সে জন্য প্রশাসনের যথাযথ পদক্ষেপ কামনা করছেন যাত্রীগন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়