শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১৭:৫১

চাঁদপুর রাজরাজেশ্বর চরে কৃষকের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড : ৩টি গবাদি পশুর মৃত্যু, ৬টি দগ্ধ

প্রতিনিধি,চাঁদপুর
চাঁদপুর রাজরাজেশ্বর চরে কৃষকের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড : ৩টি গবাদি পশুর মৃত্যু, ৬টি দগ্ধ

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর চরে কৃষকের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে ৩টি গরু আগুনে পুড়ে মারা গেছে এবং ৬টি গরু আগুনে দগ্ধ হয়েছে। মঙ্গলবার(৯ জুলাই) গভীর রাতে ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের মুগাদী গ্রামের মাঝি কান্দির শরবত আলী প্রধানিয়া গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় ৬ লাখ টাকার গবাদিপশুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

স্থানীয়রা জানান, কৃষক শরবত আলী মধ্যরাতে গোয়াল ঘরের আগুন দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৩টি গরু এবং গোয়াল ঘর পুড়ে গেছে । ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত শরবত আলী প্রধানিয়া স্ত্রী মনোয়ারা বেগম বলেন, গতকাল রাতে আমাদের গোয়াল ঘরে হঠাৎ আগুন লাগে। এতে আমাদের অনেকগুলো গরু মরে যায়। এছাড়াও অনেকগুলি মুরগি আগুনে পুড়ে যায়। আমরা ক্ষতিগ্রস্ত হইছি। সরকার যদি আমাদের দিকে তাকায় তাহলে কিছুটা উপকার হইবো। ভাবছিলাম এই গরুগুলো বিক্রি করে দুইটা মেয়ের বিয়ে দেব। গরু গুলো মারা যাওয়ার কারণে মেয়েগুলিরে বিয়া দিতে অনেক কষ্ট হইবো।

খবর পেয়ে বুধবার সকালে অগ্নিকাণ্ডস্থল

পরিদর্শন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী। এসময় স্থানীয় ইউপি সদস্য সফিউল্লাহ কুড়ালী, রাজরাজেশ্বর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসানসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং ঘটনার সাথে যদি কারো জড়িতের খবর পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া কথা জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়