প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৪
প্রিয় চাঁদপুর
সৌখিন ফটোগ্রাফার : মোঃ জোবাইর তাওসীফ নিহাল, শিক্ষার্থী, পুরান বাজার ডিগ্রি কলেজ।

ওইতো চাঁদপুর। উঁচু-নিচু দালানের ভিড়, ছোট-বড় নীড়। হাসান আলী মাঠ, পাশে কেনা-বেচার হাঁট। প্রশস্ত লেক, প্রশান্তি অনেক। শহুরে ভিলেজ, পাশে মহিলা কলেজ। সরু ফুটপাত, হকারের উৎপাত। বামে রেলপথ, আরও সামনে শপথ। লেকের কিনার, শহীদ মিনার। দূরে হকার্স মার্কেট, কালিবাড়ি গেট। এভাবে সুদূর, ছবিতে ফুটে ওঠে প্রিয় চাঁদপুর। দৃশ্যপট: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, চাঁদপুর।