মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ২০:০২

হাজীগঞ্জে একটি শিশু পাওয়া গেছে

পাপ্পু মাহমুদ
হাজীগঞ্জে একটি শিশু পাওয়া গেছে

হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুদিয়া গ্রামে রোহান (৫) নামে এক‌টি শিশু পাওয়া যায়।

রোববার বিকাল সুদিয়া গ্রামের একটি দোকানের সামনে একা হাঁটাহাঁটি করতে দেখা যায়। পরে শিশুটিকে এলাকার লোকজন থানায় নিয়ে আসে। শিশুটি নিজের নাম রোহান, পিতা খোরশেদ, মাতা রোজিনা এবং বাড়ি চাঁদপুর বলে জানায়। এছাড়াও তার নানার বাড়ি বলাখাল বলে জানায়।

ইউপি সদস্য মোস্থফা আহমেদ বলেন, শিশুটি এলাকায় লোকজন একা ঘুরাঘুরি করতে দেখে। আমার খবর পেয়ে থানায় নিয়ে আসি। শিশুটি নিজের নাম, পিতা, মাতা ও নানার বাড়ির নাম বলতে পারে।

হাজীগঞ্জ থানা ওসি (তদন্ত ) মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শিশুটির পরিবার খোঁজ খবর নেওয়া হচ্ছে। তার পরিবারের খোঁজ পেলে তাকে হস্তান্তর করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়