বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ১৭:৫৩

চাঁদপুরে ইলিশের মন ২০ থেকে ৩৫ হাজারে

কামরুজ্জামান টুটুল
চাঁদপুরে ইলিশের মন ২০ থেকে ৩৫ হাজারে

ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে ইলিশের দর কিছুটা কমেছে সেই সাথে মাছের আমদানি বেড়েছে খানিকটা। মঙ্গলবার দুপুরে চাঁদপুর মাছ ঘাটের ইলিশের পাইকারী বাজারে এমনটাই দেখা গেছে। ট্রলার থেকে নামানো সাইজ ভেদে মাছের পাইকারী মন ২০ থেকে ৩৫ হাজারে বিক্রি হচ্ছে।

সরজমিনে দেখা দেখা যায়, চাঁদপুরে মাছ বাজারে তুলনামূলক মাছের আমদানী তুলনামূলক কম। মাছের আমদানির সাথে সাথে দাম ও তুলনামূলক কিছুটা কম। তবে ১ কেজির উপরের সকল সাইজের মাছের দাম কিছুটা চড়া। মধ্যম সাইজ তথা ৬শ থেকে ৮/৯শ গ্রামের ইলিশের দাম কিছুটা কম থাকার কারনে এই সাইজের মাছ বেশি কিনছে ক্রেতারা। অবশ্য বড় সাইজের মাছ তুলনামূলক কম আমদানী। ঠিক এই সময়টা যে পরিমান মাছ ঘাটে আসছে তার ৯০ ভাগ সমুদ্রের। এগুলো ট্রলারে করে আনা হচ্ছে চাঁদপুর ঘাটে। পদ্মা কিংবা মেঘনার সুস্বাদু ইলিশ এই মুহুর্তে একবারে মাছ নেই বললেই চলে।

চাঁদপুর মাছ ঘাটের মাছ বিক্রেতারা জানান, ১ কেজি কিংবা ১২শ গ্রামের ইলিশ আমরা কিনছি ১৩ থেকে ১৫ শ টাকা। দেড় কেজির উপরের ইলিশ ২ হাজার টাকার উপরে পাইকারি বিক্রি হচ্ছে।

চাঁদপুর ষ্টেশান সংলগ্ন মাছ ঘাটে খুচরা মাছ কিনতে যাওয়া হাজীগঞ্জের দুই সংবাদকর্মী মহিউদ্দিন আল আজাদ আর হাবিব উল্লাহ জানান, সাড়ে ১৯ হাজার টাকা মনে ট্রলার থেকে সরাসরি আধা মন ইলিশ কিনেছি। এগুলো সাইজ ৬ থেকে ৭শ গ্রাম হবে। খুচরা বাজারে এগুলো সাড়ে ৬ কিংবা ৭শ টাকা কেজি কিনতে হতো।

সমুদ্র থেকে ইলিশ ধরে ট্রলারে করে চাঁদপুর মাছ ঘাটে মাছ পাইকারী বিক্রির জন্য গত দুই দিন অপেক্ষা করছেন হাতিয়ার জেলে বেলায়েত। তিনি জানান, চলিত লটে ৭০/৮০ মন মাছ নিয়ে ঘাটে এসে শুনেন মাছের দাম কমে গেছে। ৭/৮শ গ্রাম ওজনের বেশির ভাগ মাছ রয়েছে ট্রলারে। ১৯ হাজার কিংবা ১৯ হাজার ৫শ টাকা করে মন বলছে। চাঁদপুরে মাছে দাম বেশি পাবো শুনেছি,এখন এসে দেখি চট্টগ্রাম থেকে এখানে দাম কম। দুই মালিকের ট্রলার। মাছ ধরার খরচের সাথে লাভ খুঁজে পাওয়া দুস্কর হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়