বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ০১:০৪

আজ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সামছল হক সামু গাজীর ৩য় মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার
আজ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সামছল হক সামু গাজীর ৩য় মৃত্যুবার্ষিকী
মোঃ সামছল হক সামু গাজী

চাঁদপুর শহরের ৫নং ঘাটের (সার ও কীটনাশক) বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সামছল হক সামু গাজীর (৮০) আজ সোমবার ৩য় মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৮ সালের ২৩ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পৌর ১৫নং ওয়ার্ডের জিটি রোডস্থ গাজী মঞ্জিলে (নিজ বাসায়) বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ........... রাজেউন। এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত এবং মাগফেরাত কামনায় কোরআন খতম নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

তিনি জিবদ্দশায় জিটি রোডস্থ আল-আমিন জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁদপুর অঞ্চল-৬ কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা ছিলেন। এছাড়া তিনি প্রথম শ্রেনির একজন ঠিকাদার ছিলেন।

মরহুম সামু গাজীকে (তৎকালীন) শেষ বারের মতো দেখতে আসেন চাঁদপুর ৩ আসনের সাংসদ আলহাজ্ব ডাঃ দীপু মনি ও চাঁদপুর ৪ আসনের সাংসদ আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার প্রতিনিধি চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী এরশাদ মিজি। তাঁরা মরহুমের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন। শোক বার্তায় বলেন, মরহুম মোঃ সামছল হক সামু গাজীর একজন নিরব সমাজ সেবী ছিলেন। তিনি জিবদ্দশায় জনকল্যাণকর অনেক কাজ করে গেছেন। এছাড়া চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমাণ গণি পাটওয়ারী ও চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ আশ্রাফুল হক গভীর শোক প্রকাশ করেছেন।

ওই দিন বাদ আছর মরহুমের নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আল-আমিন জামে মসজিদে ইমাম মাওঃ আলী আহম্মেদ। জানাযার পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী এরশাদ মিজি, জেলা যুব লীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান কালু ভূঁইয়া, চাঁদপুর শহর বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন মাঝি, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার, জেলা মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, পৌর ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক বেপারী, জিটি রোড আল-আমিন জামে মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক মোঃ মুখলেছুর রহমান তালুকদার , মরহুমের বড় ভাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক আপ্যায়ন কর্মকর্তা আলহাজ্ব আব্দুস সাত্তার গাজী ও বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান গাজী ।

মরহুমের ভাতিজা ও আল-হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় জানাযার নামাজে অংশ নেন জেলা সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোসস্তফা কামাল চৌধুরী, জেলা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ রোকনুজ্জামান রোকন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী বেপারী, জেলা যুব দলের সাবেক সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ আবু জাফর মোঃ মাইনুদ্দিন, বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আবুল হোসেন ছৈয়াল, তরপুরচণ্ডী ইউপির সাবেক চেয়ারম্যান সরদার রফিকুল ইসলামসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার সম্মানিত ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়