সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ১৯:৫৪

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

মাহাফুজুল হক চৌধুরী, আবুধাবি থেকে
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি ইউ এ ইর উদ্যোগে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুদাবিতে ২০ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ সমিতির অফিসে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আবু জাফর, বিশেষ অতিথি ছিলেন মিশন উপ-প্রধান মিজানুর রহমান, আবদুল আলিম মিয়া, (কাউন্সিলর শ্রম), মোছাম্মৎ লুৎফুর নাহার নাজিম (কাউন্সিলর শ্রম), মোঃ সাঈফুল ইসলাম( প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা), এসএম মাজহারুল ইসলাম(৩য় সচিব), আবুদাবি বাংলা স্কুলের সাবেক অধ্যক্ষ এবং বর্তমান উপদেষ্টা মীর আনিসুল হাসান, বাংলাদেশ সমিতির যুগ্ন সম্পাদক প্রকৌশলী আশিষ বড়ুয়া, বাংলাদেশ সমিতির সদস্য শওকত আকবর,সরোয়ার, প্রিয়াঙ্কা শারমিন, মাহবুব খন্দকার, জাকির হোসেন জসিম, মঈনুদ্দীন, শামসুল হক মিজান, তপন সরকার, আমিরুল হাসান ও প্রমুখ।

সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মমতাজুল ইসলাম। কোরআন তেলোয়াত শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবু জাফর বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুকে স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সারা বাংলাদেশের পিতা, যিনি সবসময় চেয়েছেন বাংলার মানুষ যেন তিনবেলা মাছে-ভাতে খেয়ে বেঁচে থাকতে পারে। বঙ্গবন্ধু বাংলার মানুষকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য নিজের জীবন দিয়েছেন। বাংলাদেশ যখন পাকিস্তান থেকে বিজয় লাভ করে তখনো তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন যেন সম্মিলিতভাবে রাষ্ট্র উন্নয়নের কাজ করেন। দক্ষিণ এশিয়ার উন্নয়ন চায়লে সকল দেশকে একসাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কোন দেশের সাথে শত্রুতা থাকুক সেটা কখনো চাননি। তিনি চেয়েছেন সকলকে নিয়ে বাংলাদেশ যেন এগিয়ে যায়। বঙ্গবন্ধু ছিলেন সাধারণ কেটে খাওয়া মানুষের নেতা, তিনি ছিলেন গরীব দুঃখী মানুষের বন্ধু। বঙ্গবন্ধু শিশুদেরকে অনেক ভালবাসতেন, শিশুদের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু অনেক কর্মসূচী চালু করেছিলেন। আজকে বঙ্গবন্ধুর নাম বিক্রি করে নামে বেনামে অনেক সংগঠন গড়ে উঠেছে, যারা বঙ্গবন্ধুকে ভালবাসেনা তাদের মুখেও আজ বঙ্গবন্ধু গুণগান, মানুষ আজ পদ পদবীর জন্য বঙ্গবন্ধুর নামকে ব্যবহার করছে।

মিশন উপ প্রধান মিজানুর রহমান জানান, বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রবাসীদের জন্য তারা কাজ করে যাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে বাংলাদেশিদের জন্য দূতাবাস সার্ভিস চালু করেন। আমিরাত প্রবাসীদের যে কোন প্রয়োজনে দূতাবাস সবসময় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন বলেন- বাংলাদেশ উন্নয়নের যে দ্বারা তা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। আরব আমিরাত বাংলাদেশি প্রবাসীদের জন্য বাংলাদেশ সমিতি সবসময় পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি। অনুষ্ঠান শেষে দোয়া আয়োজনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়