বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২১ আগস্ট ২০২১, ১১:৩৪

দক্ষিণ হামানকদ্দিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

দক্ষিণ  হামানকদ্দিতে গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি
সোহাঈদ খান জিয়া

চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ হামানকদ্দিতে মুক্তা( ২৬) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

জানাযায়, দক্ষিণ হামানকদ্দি গ্রামের মৃত : রফিক গাজীর মেয়ে মুক্তা আক্তার প্রায় ৬ বছর পুর্বে একই উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার সংলগ্ন হাজরা গ্রামের ফরাজি বাড়ির শাহাবুদ্দিন মিন্টুর সাথে প্রেম করে বিয়ে করে।

বিয়ের পর হতে শাহাবুদ্দিন মিন্টু তার স্রীকে ৪ লাখ যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে।

এতে মুক্তার পরিবার এত টাকা দিতে পারবে না বলে সে জানায়। এনিয়ে মুক্তার সাথে তার স্বামীর সাথে প্রায় ঝগড়া হতো এবং মুক্তাকে মারধর করতো।

নিহত মুক্তার ভাই নাছির গাজী জানায়,

গত ১২ আগস্ট মুক্তার সাথে তার স্বামীর সাথে যৌতুকের টাকা নিয়ে ঝগড়া হয়।ঝগড়ার এক পর্যায়ে মুক্তার স্বামী মুক্তাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর আড়াইশ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গত ১৮ আগস্ট ঢাকায় রেফার করলে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। মুক্তা মারা যাওয়ার পর পর তার স্বামী পালিয়ে যায়।

এঘটনায় নিহত মুক্তার ভাই নাছির গাজী বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করে।

আসামিরা হচ্ছে : নিহতের স্বামী, শাহাবুদ্দিন মিন্টু, ননশের জামাই মোঃ জসিম গাজী, দেবর ফারুক ও ননশ পারভীন বেগম।

উল্লেখ্য ঘাতক শাহাবুদ্দিন মিন্টু চাঁদপুর পৌরসভায় চাকুরী করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়