প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ১৭:৫১
মতলবের কৃষি কর্মকর্তা দিলরুবা খানম জেলায় শ্রেষ্ঠ
রেদওয়ান আহমেদ জাকির

মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ দিলরুবা খানম
মতলব দক্ষিণ উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম জেলার শ্রেষ্ঠ কৃষি অফিসার হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনোনীত করেছেন।
|আরো খবর
আজ ১৯ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুরের উপ পরিচালক মো: জালাল উদ্দিন এর স্বাক্ষরিত এক পত্রে তাকে মনোনীত করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দিলরুবা খানম জানান, মহান আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করছি। এ কৃতিত্ব আমার নয়, এটা এ উপজেলা বাসীর। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা পেয়েছি। আমি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।