প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৭
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিষ্ণুদী কল্যাণ সমিতির প্রতিযোগিতার উদ্বোধন
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী কল্যাণ সমিতির আয়োজনে বিভিন্ন গ্রুপে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ সেপ্টেম্বর বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিষ্ণুদী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডঃ শেখ মোঃ জহিরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, যখন নারীদের কোনো সম্মান ছিল না, সমাজব্যবস্থা ছিল অত্যন্ত খারাপ, তখনই মহানবী (সা.) জন্মগ্রহণ করেন। এই মহাপুরুষের আবির্ভাবে অন্ধকারাচ্ছন্ন মানুষ খুঁজে পেয়েছিল আলোর দিশা। তিনি আমাদের জীবনের পথপ্রদর্শক। তাঁর সত্যের জ্যোতিতে বিশ্ববাসী হয়েছিল উদ্ভাসিত। তাঁর আদর্শ অনুসরণ করে যদি আমরা চলতে পারি, তাহলে সমাজব্যবস্থা আরও সুন্দর হবে। তিনি আরো বলেন,পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)–এর দিনটি সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত গৌরবের। মহানবী (সা.)–এর জন্মের পরই পৃথিবী নতুন করে আলোকিত হয়েছিল। মহানবী (সা.) শান্তির ধর্ম ইসলাম ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করেছেন।
বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এমএ খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুদী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক শওকত করিম।
কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ ওমর ফারুক। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ করেন আবু বকর সিদ্দিক।
প্রথম পর্বে হামদ-নাত প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আগামী ৭ অক্টোবর শনিবার সকাল ৯টায় খ-বিভাগ : ৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণী : রচনা প্রতিযোগিতা (শব্দসীমা ৫০০) বিষয় : শিশুদের প্রতি মহানবী (সাঃ) এর ভালোবাসা। গ-বিভাগ : ৭ম থেকে ৮ষ্ঠম শ্রেণী : রচনা প্রতিযোগিতা (শব্দসীমা ৮০০) বিষয় : প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) ঘ-বিভাগ : ৯ম থেকে ১০ শ্রেণী রচনা প্রতিযোগিতা (শব্দসীমা ১০০০) বিষয় : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর গুরুত্ব ও তাৎপর্য । ১৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।