প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ১৯:১৬
পুরাণবাজারের ব্যবসায়ী দেওয়ান দলিল উদ্দিনের ইন্তেকাল
রাজরাজেশ্বর ইউনিয়নের প্রাক্তন জমিদার মরহুম আলহাজ্ব মৌলভী আব্দুস সালাম সাহেবের কনিষ্ঠপুত্র, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার মরহুম দেওয়ান আবুল খায়েরের ছোট ভাই পুরাণবাজার ট্রাঙ্করোডের বিশিষ্ঠ ব্যবসায়ী ও তাবলিগের মুরব্বী আলহাজ্ব দেওয়ান দলিল উদ্দিন ১৭ আগস্ট মঙ্গলবার সকাল ন'টার সময় পুরাণবাজার ম্যারকাটিজ রোডস্থ সালাম সড়কের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে জামাতা পুত্রবধূ নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
এই দিন বাদ আছর পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মরহুমের বাল্যকালের ঘনিষ্ঠ বন্ধু চাঁদপুরের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমএ বারী খান, তাবলিগ জামাতের আমির মাওঃ এবায়দুল্লা, মরহুমের বড় জামাতা রূপালী ব্যাংক ইন্সুরেন্সের জিএম সফিউদ্দীন আহমেদ ও মরহুমের ভাতিজা ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৈয়মুর হাসান টিপু দেওয়ান।
জানাজার নামাজে ইমামতি করেন বড় স্টেশন রেলওয়ে মাদ্রাসার মুহতামিম মাও সিরাজুল ইসলাম।
চাঁদপুরের বিশিষ্ঠজন, ব্যবসায়িসহ অগণিত ধর্মপ্রাণ মুসল্লির জানাজার নামাজে অংশগ্রহণ করে।
পরে তাকে পারিবারিক কবরস্থানে বাবা মরহুম মৌলভী হাজী আব্দুস সালাম,বড় ভাই মরহুম দেওয়ান আবুল খায়ের,দেওয়ান খবির উদ্দিনের কবরের পাশে মরহুম দেওয়ান দলিল উদ্দিনকে দাফন করা হয়েছে।
মরহুমের ছেলে দেওয়ান মোঃ মহসিন ও দেওয়ান মাসুদুর রহমান রিপন জানান, মঙ্গলবার তিনি
হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই মারা যান।
উল্লেখ্য,মরহুম হাজী দেওয়ান দলিল উদ্দিন ছিলেন বাংলাদেশের শীর্ষ করদাতা ও দানবীর হাজী মোহাম্মদ কাউছ মিয়ার ছোটমামা ও চাঁদপুরের বিশিষ্ট আইনজীবী অ্যাডঃ জামিল হায়দার বুলবুলের ছোট চাচা।এদিকে,হাজী দেওয়ান দলিল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হাজী মোহাম্মদ কাউছ মিয়া।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।