প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫৬
শ্রীনগর আল -আমিন বাজারে তীব্র যানজট ক্রেতারা বিপাকে লাইনম্যান একান্ত প্রয়োজন
আব্দুল মান্নান সিদ্দিকী

শ্রীনগর আল -আমিন বাজারে তীব্র যানজট ক্রেতারা বিপাকে লাইনম্যান একান্ত প্রয়োজন ।মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী আল আমিন বাজারটিতে প্রতিদিন শত শত ক্রেতা বিক্রেতা আসেন তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় এবং বিক্রয় করতে।
প্রতিদিন সকাল দশটা হতে বারোটা পর্যন্ত বাজারের প্রবেশের প্রধান সড়কটিতে তীব্র যানজটের ফলে ক্রেতাদের পড়তে হয় বিপাকে।তীব্র যানজট ও ভিড়ের ফলে সুযোগ সন্ধানী চোরের দল ক্রেতার অর্থ সহ নিত্য প্রয়োজনীয় চুরির অভিযোগ পাওয়া যায়।ভুক্তভোগী গণ মনে করেন তীব্র যানজোট নিরসন করলেই এই সমস্যার সমাধান হতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন অটোরিকশা চালক ওনেতা এ প্রতিনিধিকে জানান।আল -আমিন বাজারে পাশে অবস্থিত ঢাকা দোহার রাস্তাটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও যাত্রী চলাচল করেন।এছাড়া এ রাস্তায় প্রচুর পরিমাণ অটোরিকশা চলাচলের ফলে যানজটের সৃষ্টি হচ্ছে । দীর্ঘদিন এ যানজট নিরসনের জন্য অটোরিকশা নিয়ন্ত্রণে লাইনম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।লাইনম্যান উপস্থিত থেকে যানজট নিয়ন্ত্রণে সচেষ্ট ছিলেন ।তখন যানজট কিছুটা কম ছিল।বর্তমানের লাইনম্যান নেই।তিনি মনে করেন পুনরায় লাইনম্যান নিয়োগ করা একান্ত প্রয়োজন।