প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ১৭:৪৫
রোমে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত
রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
|আরো খবর
বাংলাদেশ দূতাবাস রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,জুম প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ,জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,পবিত্র ধর্মগ্রন্থ পাঠ,জাতির জনক ও তার পরিবারের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
এছাড়া বাণী পাঠ,জাতির জনকের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনাসভা,জাতির জনক ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআনখানি, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.শামীম আহসান বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাঙালির প্রতিটি ন্যায়সংগত আন্দোলনে তার অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। অসাধারণ মহানুভবতা, মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার কারণে তিনি কীভাবে ‘বঙ্গবন্ধু’ থেকে ‘বিশ্ববন্ধু’ হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নেন, রাষ্ট্রদূত তা তথ্যসহ তুলে ধরেন। যথাযথভাবে মুজিব বর্ষ পালনে দূতাবাসের গৃহীত কর্মসূচিও তিনি তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রূপকল্প–২০২১’ ও ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আলোচনা পর্বে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও কমিউনিটির নেতারা এবং বিশিষ্ট সাংবাদিকেরা ডিজিটাল মাধ্যমে অংশগ্রহণ করেন। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মুক্তিসংগ্রামের অবিসংবাদিত নেতা অভিহিত করে তার আদর্শ অনুসরণ করার ওপর জোর দেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সশরীর উপস্থিত ছিলেন এবং কমিউনিটির সদস্যরা ডিজিটাল মাধ্যমে যোগ দেন।