প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ১৯:০০
মতলবে জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগস্ট শনিবার সকাল ১০ টায় স্থানীয় কচি-কাঁচা মিলনায়তনে সংগঠনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক আফতাব চৌধুরী সুমন।
|আরো খবর
- বিএনপির দু গ্রুপের সমাবেশ প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড।। নিজ বাড়িতে মতবিনিময় সভায় মোস্তফা খান সফরী
- সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা শুক্রবার
- চাঁদপুর পৌর বিএনপির ১৫টি ওয়ার্ডে সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে জেলা সভাপতির মতবিনিময় সভা
সংগঠনের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ফারুক আহমেদ বাদল, সদস্য গোলাম সারওয়ার সেলিম, রোকনুজ্জামান রোকন,কোষাধ্যক্ষ মোঃ আরিফ বিল্লাহ, সদস্য মাহফুজ মল্লিক, আশরাফুল জাহান শাওলিন প্রমুখ।
সভায় সংগঠনের অভিষেক, সদস্যদের সন্তানদের মেধাভিত্তিক বৃত্তি প্রদানসহ সাংগঠনিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।