প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০২:৪৬
পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আঃ লতিফ মিয়া আর বেঁচে নেই

চাঁদপুর শহর পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনোহরী পট্টি নিবাসী আঃ লতিফ মিয়া আর বেঁচে নেই।তিনি ৭ আগস্ট,২০২৩ খ্রিঃ তারিখে রাত অনুমান সাড়ে ১১টার সময় ঢাকা মগবাজার তার ছোট ভাই সেলিম মিয়ার বাসায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
তিনি হৃদরোগ ও ব্রেনস্ট্রোক করে চিকিৎসীন অবস্থায় ঢাকায় ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল(৬৫) বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে,নাতি,নাতনি,৪ ভাই,৬ বোন,ভাগ্নে-ভাগ্নিসগ বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।মরহুমের বড় ছেলে রেজা ইতালি,ছোট ছেলে রানা অস্ট্রেলিয়া ও একমাত্র মেয়ে কানাডা প্রবাসী। ভাই বোন,ভাগিনা ভাগ্নে আমেরিকা,কানাডাসহ বিভিন্ন দেশের প্রবাসী।
৮ আগস্ট মঙ্গলবার দুপুরে তাকে পৈত্রিক নিবাস শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভূমঘাড়া ইউনিয়নের হাজী আব্দুল আনিছ উদ্দিন বেপারীর নির্মিত মূলফৎগঞ্জ মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে আত্বীয় স্বজন ছাড়াও অসংখ্য ধর্মপ্রান মুসলমান অংশগ্রহন করেন। পরে পিতা,মাতার কাছে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।তিনি ছিলেন পুরানবাজারের এক সময়কার বিশিষ্ট ব্যবসায়ী,দানবীর সমাজ সেবক নামজাদা প্রতিষ্ঠান বলাকা আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হাজী মরহুম আনিছ উদ্দিন বেপারীর মেঝো ছেলে ও পুরাণবাজারের আশি, নব্বই দশকে আওয়ামীলীগের কান্ডারি, সংগঠক সুনামধন্য প্রভাবশালী বিশিষ্ট ব্যবসায়ী হাজী মরহুম আব্দুল করিম হাওলাদারের ৩ য় মেয়ের জামাতা।
লতিফ মিয়া জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বর্তমানে আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান হাওলাদার, আমেরিকা প্রবাসী আব্দুল গনি মিয়া হাওলাদার ও পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী কুট্টির ভগ্নিপতি ।
মরহুম আঃ লতিফ মিয়ার কবরে শান্তি, রুহের মাগফেরাত কামনা করা হয়। তিনি যেন জান্নাতবাসী হতে পারেন। এ জন্য সকল আত্বীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চেয়েছেন পরিবারবর্গ।