প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১০:৫২
মাদ্রাসা মাঠে মাছ চাষ !
হাজীগঞ্জের সালেহাবাদ এম এন ফাজিল মাদ্রাসা। মাদ্রাসা মাঠে জলবদ্ধতা রয়েছে বর্ষার পুরো মৌসুম। পুরো মাঠে পুরো বর্ষায় পানি থৈ থৈ করছে। মাঠের পাশে ছোট পুকুরে মাছ করেন মাদ্রাসা সংলগ্ন মসজিদ কর্তৃপক্ষ। পুকুরের চাষকৃত মাছ মাদ্রাসা মাঠের পানিতে সার্বক্ষনিক দৌড়াদৌড়ি করে থাকে। মাঠের মাছ বিষয়টি নিয়ে স্থানীয়রা বেশ মজা করে থাকে। এ বিষয়ে মাদ্রাসা অধ্যক্ষ মো: ছগির হোসেন রোববার সকালে চাঁদপুর কন্ঠকে জানান, মাদ্রাসা মাঠের পানি নিস্কাসনের জন্য পাইপ বসানোর বারবার চেষ্টা করেছি কিন্তু যাদের জমি তারা এগিয়ে আসেনি তাই পানি জমে থাকে। ছবি ও তথ্য : কামরুজ্জামান টুটুল