প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০
চলছে চূড়ান্ত প্রস্তুতি
২০ হতে ২৬ সেপ্টেম্বর হবে ১৫তম জাতীয় ইলিশ উৎসব
দেশের মধ্যে এই প্রথম কোনো মফস্বল জেলা শহরে একটি সাংস্কৃতিক সংগঠনের দ্বারা পর পর একই বিষয়ে ১৫টি উৎসব উদযাপন করার রেকর্ড অর্জন করতে যাচ্ছে চাঁদপুরের যে সাংস্কৃতিক সংগঠনটি, সেটি হচ্ছে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন। দেশের অর্থনীততে অন্যতম জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বখ্যাত জাতীয় মাছ ইলিশকে নিয়ে নানামুখী উদ্যোগ গ্রহণ করার এই উৎসবটি চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে চলতি বছরের ২০ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
|আরো খবর
এই উৎসব উদযাপনে চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে জানান আয়োজক সংগঠনের মহাসচিব এবং ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ।
১৫তম জাতীয় ইলিশ উৎসব উদযাপনের প্রাক্কালে এবার যাদের নিয়ে গঠিত হয়েছে চতুরঙ্গের উপদেষ্টা পরিষদ:--
প্রধান উপদেষ্টা : লেঃ এমএ ওয়াদুদ (অবঃ), যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, জেলা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা ইউনিট; সম্মাননীয় উপদেষ্টা : বিশিষ্ট আইনজীবী রোটাঃ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৎস্য রপ্তানিকারক লায়ন দিলীপ কুমার ঘোষ, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, ইয়র্ক ফ্যাশন, বিসিক চাঁদপুর-এর চেয়ারম্যান সেলিম খান, শিক্ষাবিদ মোঃ আলমগীর হোসেন বাহার, স্বর্ণপদক প্রাপ্ত সমবায়ী মোঃ জসীম উদ্দিন শেখ, লেখক ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, নাট্য সংগঠক শহীদ পাটোয়ারী, সংস্কৃতিসেবী রোটাঃ মোঃ শবে-বরাত সরকার, রোটাঃ তোফায়েল আহম্মেদ শেখ, রোটাঃ মনিরুল ইসলাম, রোটাঃ ডাঃ মাসুদ হাসান, জয়নাল আবেদীন জনু, পরেশ মালাকার ও সাংস্কৃতিক সংগঠক তপন সরকার। চতুরঙ্গ নির্বাহী পরিষদের চেয়ারম্যান : অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, ভাইস চেয়ারম্যান কৃষ্ণা সাহা ও সাধনা সরকার, মহাসচিব : হারুন আল রশীদ, যুগ্ম মহাসচিব : মৃনাল সরকার ও তামীম আহমেদ সুমন, পরিচালক (সংগীত) অনিতা কর্মকার, পরিচালক (অর্থ) জসীম মেহেদী, পরিচালক (চিত্রকলা) মনির হোসেন মান্না, পরিচালক (তথ্য ও সস্প্রচার) শাহরিয়ার পলাশ, পরিচালক (প্রকাশনা) মানিক দাস, পরিচালক (অনুষ্ঠান) শুভ্র রক্ষিত, পরিচালক (নাট্যকলা) মোঃ রাজীব চৌধুরী, পরিচালক (সেমিনার) মেহেদী হাসান জীবন, পরিচালক (প্রচার) এমএইচ বাতেন ও পরিচালক (নৃত্য) রাশেদুল রাব্বী।
উৎসব কমিটির সমন্বয়ক : শরীফ চৌধুরী, জিএম শাহীন, রাজন চন্দ্র দে, ডাঃ প্রভাষক শেখ মহসীন, মোবারক হোসেন শিকদার, রোটাঃ মাহবুবুর রহমান সুমন, গোলাম মোস্তফা, রোটাঃ উজ্জ্বল হোসাইন, অ্যাডঃ চৌধুরী ইয়াছিন ইকরাম, কেএম মাসুদ, মিঠুন বিশ্বাস, এমআর ইসলাম বাবু, মুহাম্মদ ফরিদ হাসান, দীপক রায়, মাইনুল ইসলাম মানিক, ভিভিয়ান ঘোষ, পি.এম. বিল্লাল হোসাইন, শারমিন আক্তার জুঁই, সুমনা বেগম সুমি, নাজনীন আকতার, কালাম আহমেদ, ফৌজিয়া হোসেন পুতুল ও সোলাইমান হোসেন নীরব।
উৎসবের সাংস্কৃতিক পরিষদের সদস্যরা হচ্ছেন : পুনম মিত্র, ইতু চক্রবর্তী, খোকন দাস, অনির্বাণ সাহা, প্লাবন ভট্টাচার্য, আরিফ খান, নোমান রেজা রিয়াদ, অনিক নন্দী, রাবেয়া আকতার, মোহাম্মদ মামুন, অর্পিতা ঘোষ রক্ষিত, মোনায়েম হোসেন অন্তু, মুন্না ঘোষ, জয়ন্তী পাল। নৃত্য পরিষদের সদস্যরা হলেন : রিপন সরকার, সাহজাহান খান, বাপ্পী চৌধুরী, মোহাম্মদ মোবারক, রোমানা আকতার, কেয়া বর্মন, রফিকুল রাজু, ফাতেহা নদী, ইসরাত প্রীতি, নাজনীন মুন্নী, জাহিদ হাসান ও নাদিয়া।
উৎসব উদযাপন পরিষদ আলোচনা সাপেক্ষে নিম্ন লিখিত প্রস্তাবিত কর্মসূচি গ্রহণ করেছে :--
৭ জন রাঁধুনীর ইলিশ রেসিপি প্রদর্শন ও উৎসবের ৭ দিনই ফুড কর্নার পরিচালনা। ব্যবস্থাপনায় : আমরা আলোকিত নারী, চাঁদপুর।
উৎসবের প্রতিদিনের কর্মসূচি : ২০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টা থেকে লোকগানের চূড়ান্ত প্রতিযোগিতা, ইলিশ বিষয়ক প্রদর্শনী বিতর্ক, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর ও সুরধ্বনি একাডেমির সাংস্কৃতিক পরিবেশনা, ইলিশ বিষয়ক গোলটেবিল বৈঠক এবং অতিথি শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান।
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে হারানো দিনের গানের চূড়ান্ত প্রতিযোগিতা, ইলিশ বিষয়ক প্রদর্শনী বিতর্ক, বয়াতি, ঢাকা ও কাদরী ডান্স গ্রুপ ঢাকা-এর সাংস্কৃতিক পরিবেশনা, ইলিশ বিষয়ক গোলটেবিল বৈঠক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে দলগত চূড়ান্ত নৃত্য প্রতিযোগিতা, ইলিশ বিষয়ক প্রদর্শনী বিতর্ক, উদয়ন সংগীত বিদ্যালয় চাঁদপুর ও বাউল শিল্পীগোষ্ঠী, চাঁদপুর-এর সাংস্কৃতিক পরিবেশনা, ইলিশ বিষয়ক গোলটেবিল বৈঠক ও অতিথি শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৩ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টা থেকে গানে গানে সম্প্রীতি ও জেলে কথন, ইলিশ বিষয়ক সংসদীয় বিতর্ক,
রংধনু চাঁদপুর ও লতিকা নৃত্যালয় লক্ষীপুর জেলা-এর সাংস্কৃতিক পরিবেশনা, ইলিশ বিষয়ক গোলটেবিল বৈঠক ও অতিথি শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৪ সেপ্টেম্বর রোববার বিকেল ৪টা থেকে গানে গানে সম্প্রীতি ও কবি আড্ডা, ইলিশ বিষয়ক সংসদীয় বিতর্ক,
নৃত্যধারা চাঁদপুর ও শ্রীমঙ্গল নৃত্যালয়, মৌলভীবাজার-এর সাংস্কৃতিক পরিবেশনা, ইলিশ বিষয়ক গোলটেবিল বৈঠক ও অতিথি শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৫ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টা থেকে গানে গানে সম্প্রীতি ও মেহেদী সাজে বাঙালি রমণী, ইলিশ বিষয়ক সংসদীয় বিতর্ক, স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর ও নারায়ণগঞ্জ হাওয়াইয়ান গিটার পরিষদণ্ডএর সাংস্কৃতিক পরিবেশনা, ইলিশ বিষয়ক গোলটেবিল বৈঠক ও অতিথি শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টা থেকে গানে গানে সম্প্রীতি ও ইলিশ বিষয়ক ছবি আঁকা, ইলিশ বিষয়ক প্রদর্শনী বিতর্ক, নৃত্যাঙ্গন চাঁদপুর ও নৃত্যবৃতি, ঢাকা-এর সাংস্কৃতিক পরিবেশনা, ইলিশ বিষয়ক গোলটেবিল বৈঠক ও অতিথি শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের উৎসবে যে সকল বিষয়ে বির্তক অনুষ্ঠিত হবে:--
সনাতনী বিতর্ক :
১. ইলিশ সম্পদ রক্ষায় নদীগুলোর দূষণ রোধের চেয়ে নাব্যতা বৃদ্ধি করা অধিক জরুরি।
২. জেলেদের লোভের চেয়ে নৌ-পুলিশের অপরিণামদর্শিতা আমাদের ইলিশ সম্পদ রক্ষায় বড় অন্তরায়।
সংসদীয় বিতর্ক :
৩. এ সংসদ মনে করে ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের প্রণোদনা নয় বিকল্প কর্মসংস্থান জরুরি।
৪. এ সংসদ মনে করে ইলিশ উৎসবকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করা হোক।
৫. এ সংসদ মনে করে মা ইলিশ ও জাটকা রক্ষায় স্থানীয় জনগণের সমন্বয়ে টহল বাহিনী গঠন করা হোক।
সনাতনী বিতর্ক :
৬. ইলিশের ডিম সংরক্ষণ ও বিক্রয়কে কঠিন শাস্তিযোগ্য আইনের আওতায় আনা জরুরি।
৭. জাটকা ও মা ইলিশ সংরক্ষণের মৌসুমে সকল মাছ ধরার নৌকা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের আওতায় রাখা জরুরি।
অতিথিদের আলোচনার বিষয় :
১. ভরা মৌসুমে ইলিশের আকাল : এ দায় কাদের? ২. প্রসঙ্গ ইলিশ সম্পদ রক্ষা : আপনি কী করছেন? ৩. ইলিশ উৎসব : ধারাবাহিকতা রক্ষায় আগামীতে করণীয় ৪. বাঙালির রসনা বিলাসে ইলিশের ভূমিকা ৫. হৃদরোগ নিরাময়ে ইলিশ : চিকিৎসার নতুন দিগন্ত ৬. ইলিশ-জেলেদের দারিদ্র্য নিরসনে আমাদের করণীয় ৭. মা ও জাটকা রক্ষায় কার ভূমিকা বেশি : প্রশাসন নাকি জনগণের?
১৫তম জাতীয় ইলিশ উৎসব উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা : লেঃ. এম. এ.ওয়াদুদ (অবঃ), যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা ইউনিট। চেয়ারম্যান : অ্যাডঃ বিনয় ভূষন মজুমদার, মহাসচিব : হারুন আল রশীদ, উৎসব আহ্বায়ক : রোটাঃ কাজী শাহাদাত, উপদেষ্টা, চতুরঙ্গ চাঁদপুর; সদস্য সচিব : রোটাঃ তোফায়েল আহম্মেদ শেখ।
৭ দিনের অতিথি পর্বে যাদেরকে পাওয়ার প্রত্যাশা করছে বা উৎসবের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছেন, তাঁরা হচ্ছেন উদ্বোধক : ডাঃ দীপু মনি এমপি, শিক্ষামন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; সাবেক সেনাপ্রধান, মহাপরিচালক, পাওয়ার সেল-বাংলাদেশ, চেয়ারম্যান, ঢাকা রাওয়া ক্লাব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নৌ-পুলিশ সুপার, পৌর মেয়র, কোস্টগার্ড স্টেশন কমান্ডার, চাঁদপুর, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্যজীবী প্রতিনিধিগণ, প্রান্তিক জেলেগণ ও শীর্ষ সাংবাদিক নেতা। এছাড়াও দেশ বিদেশের বিশিষ্টজন। ৭ দিনের উৎসবে দেশবরেণ্য কবি, লেখক ও বেশ কিছু অতিথি শিল্পী অংশ নেবেন।
প্রতি বছরের মতো এবারও স্পন্সর প্রতিষ্ঠানের সাথে সংগঠনের যোগাযোগ চলছে, স্পন্সর না পেলেও গত বছরের মতো নিজেদের অর্থায়নে উৎসব চলমান থাকবে।
উৎসব লাইভ তথা সরাসরি সম্প্রচার করা হবে। লাইভ দেখতে :
Harun Al Rashid
দৈনিক চাঁদপুর কণ্ঠ
চাঁদপুরীয়ান
পপুলার বিডিনিউজ
জাতীয় ইলিশ উৎসব চাঁদপুর।