শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে

করোনা রোগীদের জন্যে প্রেসক্লাবের ফল উপহার

করোনা রোগীদের জন্যে প্রেসক্লাবের ফল উপহার
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন করোনা এবং করোনা উপসর্গ রোগীদের জন্যে ফল উপহার দিয়েছে চাঁদপুর প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ ও আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনাবিষয়ক ফোকালপার্সন ডাঃ সুজাউদ্দৌলা রুবেলের হাতে করোনা রোগীদের জন্যে ভালোবাসার উপহারস্বরূপ বিভিন্ন প্রকারের ফল তুলে দেয়া হয়। প্রেসক্লাবের পক্ষে সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা তাঁদের হাতে এই ফল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ মোঃ ফরিদ আহমেদ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম সম্পাদক আলম পলাশ, সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদসহ নেতৃবৃন্দ।

করোনা রোগীদের জন্যে ফল উপহারের অর্থায়নে ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সদস্য ও বর্তমান আমেরিকা প্রবাসী মোকসেদুর রহমান সেলিম ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলম পলাশ। উপহারের ২শ’ প্যাকেটে ছিলো আপেল, কমলা ও মাল্টা। এসব ফল বৃহস্পতিবার দুপুরেই আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের দুটি আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের মাঝে বিতরণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে এবং এর সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যার মধ্যে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ, হাসপাতালে করোনা রোগীদের জন্যে অক্সিজেন কনসেনটেটর, হ্যান্ড স্যানিটাইজার প্রদানসহ জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পালন করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়