সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে

করোনা রোগীদের জন্যে প্রেসক্লাবের ফল উপহার

করোনা রোগীদের জন্যে প্রেসক্লাবের ফল উপহার
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন করোনা এবং করোনা উপসর্গ রোগীদের জন্যে ফল উপহার দিয়েছে চাঁদপুর প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ ও আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনাবিষয়ক ফোকালপার্সন ডাঃ সুজাউদ্দৌলা রুবেলের হাতে করোনা রোগীদের জন্যে ভালোবাসার উপহারস্বরূপ বিভিন্ন প্রকারের ফল তুলে দেয়া হয়। প্রেসক্লাবের পক্ষে সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা তাঁদের হাতে এই ফল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ মোঃ ফরিদ আহমেদ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম সম্পাদক আলম পলাশ, সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদসহ নেতৃবৃন্দ।

করোনা রোগীদের জন্যে ফল উপহারের অর্থায়নে ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সদস্য ও বর্তমান আমেরিকা প্রবাসী মোকসেদুর রহমান সেলিম ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলম পলাশ। উপহারের ২শ’ প্যাকেটে ছিলো আপেল, কমলা ও মাল্টা। এসব ফল বৃহস্পতিবার দুপুরেই আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের দুটি আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের মাঝে বিতরণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে এবং এর সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যার মধ্যে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ, হাসপাতালে করোনা রোগীদের জন্যে অক্সিজেন কনসেনটেটর, হ্যান্ড স্যানিটাইজার প্রদানসহ জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পালন করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়