শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০

পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা আবার শুরু হচ্ছে

পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা আবার শুরু হচ্ছে
সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক ॥

চাঁদপুর জেলার শিক্ষার্থীদের কাছে বহুল পরিচিত প্রতিযোগিতা হচ্ছে পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা। ২০০৯ সালে জেলাব্যাপী শুরু হওয়া এই প্রতিযোগিতার যুগপূর্তি হয় ২০২০ সালে। সেমতে দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা ২০২০ পাঁচটি গ্রুপে আয়োজনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে সিডিউল ঘোষণা করা হয়। কিন্তু বৈশ্বিক মহামারী করোনার কারণে সেই প্রতিযোগিতা স্থগিত করা হয়। অতি সম্প্রতি স্পন্সর প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্সের কর্ণধার, দেশের প্রকাশনা শিল্পের অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব, চাঁদপুরের কৃতী সন্তান কামরুল হাসান শায়ক সেই প্রতিযোগিতা আবার শুরু করার তাগিদ দিয়েছেন। সেমতে এই প্রতিযোগিতার আয়োজক চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ) প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে নড়েচড়ে বসেছে।

সিকেডিএফের প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত জানিয়েছেন, চলতি বছরই প্রতিযোগিতাটি শুরু এবং আগামী বছরের ১৭ জুন চাঁদপুর কণ্ঠের ৩০ বছর পূর্তির প্রাক্কালে সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এজন্যে চাঁদপুর বিতর্ক একাডেমীর অধ্যক্ষ ও চাঁদপুর কণ্ঠের অন্যতম উপদেষ্টা ডাঃ পীযূষ কান্তি বড়ুয়াকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। অচিরেই এ কমিটির সভা ডেকে নূতন সিডিউল ঘোষণা করা হবে।

অনুষ্ঠিতব্য এই বিতর্ক প্রতিযোগিতায় সনাতনী ধারায় উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে তিনটি গ্রুপে প্রতিযোগিতা হবে। এছাড়া ইংরেজি ও সংসদীয় ধারাতেও দুটি পৃথক গ্রুপে হবে বিতর্ক। মোট পাঁচটি গ্রুপে জেলা পর্যায়ে চ্যাম্পিয়নশীপ নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার আহ্বায়ক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া জানিয়েছেন, পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার পুনরুজ্জীবনকে কেন্দ্র করে চাঁদপুর বিতর্ক একাডেমী সীমিত পরিসরে সচল করার চিন্তা-ভাবনা চলছে। আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ সহ প্রাসঙ্গিক কার্যক্রম চালু করা যায় কিনা সে বিষয়ে সম্ভাব্য পরিকল্পনা গ্রহণ করা হবে। করোনার ধকল সামলিয়ে তিন বছর পর চাঁদপুর জেলায় বিতর্ক আন্দোলনকে চাঙ্গা করতে আমাদের সর্বাত্মক প্রয়াস চালাতে কুণ্ঠাবোধ করবো না। এজন্যে সকলের সহযোগিতা আন্তরিকভাবে প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়